লাল লিপস্টিক পরার পাঁচটি টিপস

ফিল্মস্টারদের দেখাদেখি আপনিও লাল লিপস্টিক পরেন। কিন্তু কেউ একবারের জন্য ফিরেও তাকায় না। চিন্তা কী? জেনে নিন কীভাবে,কখন, কেমন ভাবে লাল লিপস্টিক পরবেন।

Advertisement
শেষ আপডেট: ১২ মার্চ ২০১৬ ১৮:৪৪
Share:

ফিল্মস্টারদের দেখাদেখি আপনিও লাল লিপস্টিক পরেন। কিন্তু কেউ একবারের জন্য ফিরেও তাকায় না। চিন্তা কী? জেনে নিন কীভাবে,কখন, কেমন ভাবে লাল লিপস্টিক পরবেন।

Advertisement

লাল রঙের লিপস্টিক পরলে মেয়েদের ভীষণ ক্লাসিক এবং বোল্ড দেখতে লাগে।কিন্তু লাল লিপস্টিক পরার ক্ষেত্রে যে বিষয়গুলি মাথায় রাখতে হবে তা হল-

১। যে সব মহিলাদের ঠোঁট খানিকটা মোটা, তাঁরা হালকা লাল শেডের লিপস্টিক পরুন।

Advertisement

২। যদি আপনার ঠোঁট পাতলা হয় তবে, রেডচিলি লিপস্টিক পরবেন না।

৩। যদি উজ্জ্বল লাল রঙের লিপস্টিক পরেন তখন অবশ্যই চোখের মেকআপ হালকা করবেন। এরই সঙ্গে মানানসই পোশাক পরবেন।

৪। ঠোঁটের রঙ কোনওভাবেই ঘেঁটে যেতে দেওয়া যাবে না।

৫। গাঢ়় লাল রঙের লিপস্টিক দিয়ে ঠোঁটের আউটলাইন করে, ভিতরের দিকে হালকা লাল লিপস্টিক পরুন। এরপর তুলি দিয়ে ভাল করে মিশিয়ে দিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement