kitchen Hacks

বেসন বেশি দিন রেখে দিলেই পোকা ঘরে যাচ্ছে? ৫ উপায় মেনে চললে আর এমনটা হবে না

এক বার বেসনের প্যাকেট খুললে অল্প কয়েক দিনেই তাতে পোকা ধরে যায়। বর্ষাকালে এই সমস্যা হয় আরও বেশি। তবে রোজ রোজ তো বাঙালি হেঁশেলে বেসনের ব্যবহার হয় না! তা হলে উপায়? বেসন দীর্ঘ দিন ভাল রাখতে কী কী করবেন, রইল হদিস।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৮
Share:

৫ উপায় মেনে চললেই বেসনের কৌটোয় পোকা ধরবে না। ছবি: সংগৃহীত।

বর্ষার দিনে সন্ধ্যাবেলায় চা, কফির সঙ্গে মুখরোচক কিছু খেতে মন চাইলে বেসনই ভরসা! চটজলদি পেঁয়াজি, বেগুনি কিংবা চপ বানিয়ে নিলেই হল। তবে এক বার বেসনের প্যাকেট খুললে অল্প কয়েক দিনেই তাতে পোকা ধরে যায়। বর্ষাকালে এই সমস্যা হয় আরও বেশি। তবে রোজ রোজ তো বাঙালি হেঁশেলে বেসনের ব্যবহার হয় না! তা হলে উপায়? বেসন দীর্ঘ দিন ভাল রাখতে কী কী করবেন, রইল হদিস।

Advertisement

১) কাচের বায়ুরোধী শিশিতে বেসন রাখলে তাতে সহজে পোকা ধরে না। তবে বেসন রাখার আগে দেখে নিতে হবে, পাত্রটির মধ্যে কোনও ভাবেই যেন জল না থাকে।

২) শিশিতে বেসন ভরে সেটি ফ্রিজে রেখে দিতে পারেন। বেসনে পোকা ধরার হাত থেকে রেহাই পেতে এই টোটকা দারুণ ভাবে কাজ করে।

Advertisement

৩) পোকার হাত থেকে বাঁচতে বেসনের কৌটোয় ২-৩টি তেজপাতা ভরে রেখে দিন। তেজপাতার উগ্র গন্ধে পোকারা বেসনের কাছে ঘেঁষতে পারে না। তবে শুধু বেসন নয়, আটা বা ময়দার ক্ষেত্রেও এই পন্থা নেওয়া যায়।

৪) অতিরিক্ত আলো বা তাপ আসে, এমন জায়গায় বেসন রাখলে তা নষ্ট হয়ে যেতে পারে। তাই হেঁশেলের আলমারিতে রাখাই ভাল। তবে বেসন ব্যবহার করার পর প্যাকেটের কাটা মুখ ভাল করে মুড়ে, তা কৌটোর মধ্যে রাখতে পারেন।

৫) একটু সময় খরচ করে শুকনো খোলায় বেসন একটু নেড়ে নিয়ে তা ঠান্ডা করে যদি কৌটোয় ভরে রাখতে পারেন, তা হলে অনেক দিন পর্যন্ত বেসন ভাল রাখা সম্ভব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement