Lifestyle News

দৃষ্টিশক্তি পরীক্ষার আবিষ্কর্তাকে ডুডলে স্মরণ গুগলের

আপনার চোখে চশমা রয়েছে? চোখ পরীক্ষার জন্য ডাক্তারের চেম্বারে গিয়েছেন নিশ্চয়ই? স্ক্রিনে ভেসে ওঠা বিভিন্ন আকারের অক্ষর পড়ে দৃষ্টিশক্তির পরীক্ষা দিতে হয়েছে। সকলকেই দিতে হয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ মে ২০১৭ ১৭:১৮
Share:

আপনার চোখে চশমা রয়েছে? চোখ পরীক্ষার জন্য ডাক্তারের চেম্বারে গিয়েছেন নিশ্চয়ই? স্ক্রিনে ভেসে ওঠা বিভিন্ন আকারের অক্ষর পড়ে দৃষ্টিশক্তির পরীক্ষা দিতে হয়েছে। সকলকেই দিতে হয়। কখনও ভেবেছেন কে আবিষ্কার করেছিলেন এই পরীক্ষা? বা কী বলা হয় এই ভিজ্যুয়াল অ্যাকুইটি চার্টকে? তিনি ফার্দিনাঁদ মনোয়ের। তাঁর নামানুসারে এই চার্টের নাম মনোয়ের চার্ট। মঙ্গলবার তাঁর ১৮১ বছরের জন্মদিনে ডুডলের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানাল গুগল।

Advertisement

সারা বিশ্বেই দৃষ্টিশক্তি পরীক্ষার জন্য ব্যবহার করা হয় এই চার্ট। লেন্সের অপটিক্যাল পাওয়ার মাপার জন্য তিনি ডায়াপটর তৈরি করেন। খুব কাছ থেকে খেয়াল করলে দেখতে পাবেন অক্ষরগুলো শুধু ছোট থেকে বড় বয়ে ডায়পটরই তৈরি করেনি, আবিষ্কর্তার নামও ফুটে উঠেছে এই চার্টে।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ‘ক্রাইম পোস্ট’ রুখতে ৩,০০০ নতুন লোক নিয়োগ করবে ফেসবুক

Advertisement

১৮৭২ সাল থেকে সারা বিশ্বে চক্ষু বিশেষজ্ঞরা এই চার্ট ব্যবহার করে আসছেন।

১৯১২ সালের ১১ জুলাই মৃত্যু হয় মনোয়েরের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন