toothpaste hacks

দাঁত মাজা তো আছেই, বাড়িও পরিষ্কার রাখতে পারে টুথপেষ্ট! জেনে নিন ৫ কৌশল

বাড়ির নানা জিনিস পরিষ্কার রাখতে টুথপেস্ট ব্যবহার করা যেতে পারে। পদ্ধতি জানা থাকলে সামান্য টুথপেস্টেই সমস্যার সমাধান হতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ ১৯:২৮
Share:

প্রতীকী চিত্র। ছবি: শাটারস্টক।

টুথপেস্ট সাধারণত দাঁত মাজার জন্য ব্যবহৃত হয়। কিন্তু বাড়িতে টুথপেস্ট দিয়ে আরও বেশ কয়েকটি কাজ সহজেই হতে পারে। বিশেষ করে আসবাব পরিষ্কারের ক্ষেত্রে দাঁতের মাজন বিশেষ উপকারী। তবে তা ব্যবহারের পদ্ধতি জানা থাকলে সুবিধা হবে।

Advertisement

১) রান্না ঘরে স্টিলের বেসিন নিয়মিত পরিষ্কার না করলে তাতে কড়া দাগ হতে পারে। অনেক সময়ে সাধারণ সাবান দিয়ে তা পরিষ্কার করা যায় না। এ ক্ষেত্রে কাজে আসবে টুথপেস্ট। শুকনো বেসিনে কিছুটা পেস্ট মাখিয়ে ১৫ মিনিট রেখে দিতে হবে। তার পর জল এবং ছোবড়া দিয়ে তা ঘষে তুলে নিলেই চকচক করবে বেসিন।

২) জানলার কাচ, আয়না পরিষ্কার করতে টুথপেস্ট ব্যবহার করা যেতে পারে। একটি কাপড়ে সামান্য টুথপেস্ট নিয়ে কাচের উপর ঘষলে তা সহজেই পরিষ্কার হবে।

Advertisement

৩) রান্না ঘরের বাসনে চা, কফি বা তেলের দাগ অনেক সময়ে সাবানে পরিষ্কার হয় না। সে ক্ষেত্রে কাজে আসে টুথপেস্ট। দাগের উপর পেস্ট ভাল করে ঘষে নিয়ে খানিক পরে জল দিয়ে পাত্রটিকে ধুয়ে নিতে হবে।

৪) ঘর মোছার সময়ে সাবান বা ফিনাইল না থাকলে টুথপেস্ট ব্যবহার করা যায়। ঘর মোছার জলে সামান্য টুথপেস্ট ফেলে ভাল করে গুলে নিতে হবে। তার পর তা দিয়ে ঘরের মেঝে মুছে নেওয়া যায়।

৫) চামড়ার জুতো আর্দ্রতা সহ বিভিন্ন কারণে ফ্যাকাশে বর্ণ ধারণ করে। আবার সাদা স্নিকার্সের ক্ষেত্রেও কোনও দাগ তোলা কঠিন হতে পারে। উভয় ক্ষেত্রেই দাগ দূর করে জুতোর ঔজ্জ্বল্য বৃদ্ধি করতে পারে টুথপেস্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement