অনলাইনে সুরক্ষিত থাকুন, কী কী একেবারেই করবেন না? ছবি: ফ্রিপিক।
ভারত-পাকিস্তানের মধ্যে উত্তাপের আঁচ যত বাড়ছে, ততই অনলাইনে সুরক্ষার প্রশ্নটি ভাবিয়ে তুলছে। ইতিমধ্যেই আন্তর্জালে, সমাজমাধ্যমের পাতায় ভুয়ো খবরের ছড়াছড়ি। ফেসবুক, হোয়াটস্অ্যাপে এমন অনেক অজানা লিঙ্ক ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, যেগুলি নিয়ে সাবধান করছে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি) বিবৃতি দিয়ে জানিয়েছে এই কঠিন সময়ে অনলাইনে অনেক বেশি সাবধান থাকতে হবে। কী কী করবেন ও কী কী করবেন না, সে বিষয়ে পরামর্শও দেওয়া হয়েছে।
কী ধরনের বিপদের সম্ভাবনা আছে?
ভারত-পাকিস্তান সংঘাত সংক্রান্ত কোনও ভুয়ো লিঙ্ক বা ভিডিয়ো ক্লিক করলে ফোনে ঢুকে পড়তে পারে ম্যালঅয়্যার। ফোন নম্বর, কল রেকর্ড, ফোনের ক্যামেরা হ্যাক করে যা সহজেই চুরি করে নিতে পারে যাবতীয় ব্যক্তিগত তথ্য। সহজেই অ্যান্টিভাইরাসের নিরাপত্তার বেড়াজাল টপকে ফোনের তথ্য চুরি করতে পারে এই ভাইরাস। তা ছাড়া এখন নেটমাধ্যমে অসংখ্য ভুয়ো অ্যাপও ঘুরছে। সেগুলিও বিপজ্জনক। ডাউনলোড করে ফেললেই অজান্তে ম্যালঅয়্যার ঢুকে যাবে ফোনে। এই ধরনের ভাইরাস ফোনের তথ্য চুরি করতে উন্নত মানের ‘এনক্রিপশন অ্যালগরিদম’ ব্যবহার করে বলেও জানা গিয়েছে।
সতর্ক থাকতে কী করবেন?
অজানা ফাইল ডাউনলোড করলেই বিপদ
ফেসবুক, হোয়াট্সঅ্যাপে ফরোয়ার্ড করা কোনও ফাইল ডাউনলোড করবেন না। জাতীয় সাইবার সুরক্ষা বিভাগ হিলারি ভাইরাস নিয়ে সতর্ক করছে। জানা গিয়েছে, উত্তেজনার এই আবহে হ্যাকারেরা ম্যালঅয়্যার ছড়ানোর জন্য ফেসবুক, হোয়াট্সঅ্যাপ, এক্স-হ্যান্ডেলকেই হাতিয়ার করছে। অজানা কোনও নম্বর থেকে আসা পিডিএফ ফাইল বা গ্রুপ মেসেজে ফরোয়ার্ড করা কোনও ফাইল ডাউনলোড না করাই ভাল।
সন্দেহজনক লিঙ্কে ক্লিক নয়
ফোনের মেসেজ, ইমেল অথবা সমাজমাধ্যমে কোনও সন্দেহজনক লিঙ্ক দেখলে ক্লিক করবেন না। সাইবার অপরাধীরা দেশের সেনাবাহিনীর নামে বা সরকারি ওয়েবসাইটের নামে এমন অনেক ভুয়ো ওয়েবসাইট তৈরি করছে। সেখানে সতর্কতার বার্তা দিয়ে নানা রকম খবর তৈরি হচ্ছে। যদি দেখেন, এমন কিছু খবরের লিঙ্ক আপনার কাছে এসেছে, তা হলে সেটি ক্লিক করবেন না। যদি ভুল করেও খুলে ফেলেন, সঙ্গে সঙ্গে অ্যান্টি-ভাইরাস দিয়ে ফোন বা ডিভাইস স্ক্যান করিয়ে নেবেন। সম্ভব হলে আপনার সব ক’টি অ্যাকাউন্টের পাসওয়ার্ড খুব দ্রুত বদলে ফেলবেন।
অজানা নম্বর থেকে আসা ফোন তুলবেন না
সরকারের নাম করে অজানা নম্বর থেকে আসা ফোন তুলবেন না। যদি সরকারি আধিকারিক পরিচয় দিয়ে কেউ নিরাপত্তার জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আধার-প্যান কার্ডের তথ্য জানতে চান, তা হলে ভুলেও বলবেন না।
উস্কানিমূলক পোস্ট ছড়াবেন না
জাতীয় সাইবার নিরাপত্তা বিভাগ সতর্ক করে জানিয়েছে, সংঘাতের বিষয় সম্পর্কিত কোনও পোস্টে নিয়ে উস্কানিমূলক মন্তব্য করবেন না বা তেমন কোনও পোস্টও শেয়ার করবেন না। ভুয়ো খবরে বিশ্বাস করবেন না। সঠিক খবর জানতে সরকারি সূত্রেই বিশ্বাস রাখা উচিত।
ভুয়ো অ্যাকাউন্ট থেকে সাবধান
অসংখ্য ভুয়ো অ্যাকাউন্ট ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেই সব অ্যাকাউন্ট থেকে ভুয়ো খবর ছড়িয়ে বিভ্রান্তি বাড়ানো হচ্ছে। এই সব অ্যাকাউন্টে গিয়ে কোনও পোস্টে লাইক বা কমেন্ট করবেন না। ডিপফেকের সাহায্য নিয়ে নানা রকম ভিডিয়ো ও অডিয়োও ছড়ানো হচ্ছে। এই সব থেকেও সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন সাইবার আধিকারিকেরা।