Home Decoration Tips

পার্টি হোক বা জন্মদিন, উৎসব অনুষ্ঠানে ঘর সাজানো সহজ হবে ৫ জিনিস থাকলেই, সেগুলি কী?

ঘর সাজানোর সময় প্রয়োজন মতো জিনিস কেনাও হয়। পরে হয়তো স্থানাভাবে অনেক কিছু ফেলেও দেওয়া হয়। তবে ৫ জিনিস গুছিয়ে রাখলে যে কোনও অনুষ্ঠানে ঘর সাজানো নিয়ে ভাবনা থাকবে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১৭:২২
Share:

হাতের কাছে কোন কোন জিনিস থাকলে চটজলদি ঘর সাজাতে পারবেন? ছবি: এআই সহায়তায় প্রণীত।

ঘরোয়া পার্টি কিংবা জন্মদিনের অনুষ্ঠান, ক্রিসমাস হোক বা দীপাবলি— পালাপার্বণে ঘর সাজানোর দরকার হয়ই। ঘর সাজানোর সময় প্রয়োজন মতো জিনিস কেনাও হয়। পরে হয়তো স্থানাভাবে অনেক কিছু ফেলেও দেওয়া হয়। তবে ৫ জিনিস গুছিয়ে রাখলে যে কোনও অনুষ্ঠানে ঘর সাজানো নিয়ে ভাবনা থাকবে না।

Advertisement

পিতল, কাচের শৌখিন পাত্র: পিতল হোক বা কাচ— শৌখিন থালা, পাত্র কিংবা ট্রে যে কোনও সজ্জাতেই মানানসই হয়ে উঠতে পারে। পুজো-পার্বণের দিনে জল ভরে তাতে ভাসমান মোমবাতি সাজিয়ে দেওয়া যায়। ফুলের পাপড়ি রাখা যায়। আবার ক্রিসমাস, জন্মদিনের অনুষ্ঠানে এতে চকোলেটও কায়দা করে সাজিয়ে রাখতে পারেন।

রঙিন ফিতে: রকমারি রঙিন ফিতে দিয়ে ঘর সাজানোর চল রয়েছে। এগুলিও যত্ন করে রাখলে যে কোনও অনুষ্ঠানে ব্যবহার করা যায়। ঘরের দরজা থেকে হাতল, ওয়ারড্রোবে সুন্দর করে রঙিন রিবন বো-এর মতো করে বেঁধে দেওয়া যায়। ফিতে দিয়ে ছোট-বড় বো বানিয়ে সেগুলি দেওয়ালে কায়দা করে আটকে দিলেও ভাল লাগে। ক্রিসমাস ট্রি সাজানোর সময়েও এমন বো কিন্তু দারুণ দেখায়।

Advertisement

ছবি দেওয়া ফ্রেম, ব্যানার: ছবি খোদাই করা ফ্রেন্ড, পার্সোনালাইজ় ক্যালেন্ডার থেকে কফি মগ, লকেট— এমন ছোটখাটো অনেক জিনিসই কিন্তু ঘর সাজানোর কাজে লাগানো যায়। জন্মদিন হোক বা বিবাহবার্ষিকী, এমন ধরনের জিনিস দিয়ে ঘর সাজালে দেখতে বেশ ভাল লাগে। এক ইসঙ্গে ‘হ্যাপি বার্থডে’, ‘হ্যাপি অ্যানিভার্সারি’ লেখা ব্যানারও পার্টির সময় কাজে লাগবে।

বেড়াতে গিয়ে আনা জিনিস: বেড়াতে গিয়ে টুকিটাকি অনেক জিনিসই লোকে কিনে আনেন। চাবি্র রিং থেকে ফ্রিজ ম্যাগনেট, হাতের কাজের জিনিস, পাথরের মূর্তি। এই সবই কিন্তু বিশেষ বিশেষ অনুষ্ঠানে ঘর সাজানোয় কাজে লাগানো যেতে পারে। যাঁর এ সবের ব্যক্তিগত সংগ্রহ যত ভাল, ততই সুন্দর হয়ে উঠতে পারে অন্দরসজ্জা। তবে ঘর সাজানো মানে সুন্দর জিনিস যেখানে সেখানে রাখা নয়। তা যেন সেই স্থানের সঙ্গে মানানসই হয়, দেখা দরকার।

আলোর মালা: দীপাবলির অন্দরসজ্জায় মোমবাতি থেকে রকমারি আলোকমালা অত্যাবশ্যক। তবে টুনি লাইট, পাতা দেওয়া আলোর চেন— এগুলি কিন্তু অন্য অনেক অনুষ্ঠানেই ঘর সাজাতে কাজে লাগে। ক্রিসমাসের সময়েও বাড়ির গাছ এমন আলোয় সাজিয়ে দিলে দেখতে ভাল লাগে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement