রান্নাঘরের তেলচিটে ভাব দূর করুন ৫ উপায়ে। ছবি: সংগৃহীত।
বর্ষার রান্নাঘর মানেই তেলচিটে ভাব। একে তো রান্নার তেলমশলার ছিটে, তায় আবার বর্ষার অতিরিক্ত আর্দ্রতা। চিটচিটে ভাব দূর করার জন্য সাবান জল বা কোনও ক্লিনার ব্যবহার করেন নিশ্চয়ই। তবে জানেন কি, ভারতীয় হেঁশেলে যা উপকরণ রয়েছে, তা যে কোনও বাজারজাত পণ্যের চেয়ে বেশি কার্যকরী। রান্নাঘরের টাইলস পরিষ্কার রাখতে ঘরে থাকা কিছু প্রাকৃতিক উপাদানই দারুণ কাজে আসে। এমন ৫টি উপাদানের সন্ধান দেওয়া হল, যেগুলি কেবল তেলচিটে ভাব দূর করে, তা-ই নয়, হেঁশেলের দুর্গন্ধও কমায় এবং টাইলস ঝকঝকে রাখে।
১. লেবুর রস
লেবুর প্রাকৃতিক সাইট্রিক অ্যাসিড তৈলাক্ত ভাব দূর করতে ও জীবাণুনাশে দারুণ কার্যকর। দুর্গন্ধও ঘুচে যাবে ঘর থেকে। ১ কাপ গরম জলের সঙ্গে ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। তাতে স্পঞ্জ ডুবিয়ে টাইলসে আলতো করে ঘষুন। ১৫-২০ মিনিট রেখে মুছে ফেলুন। আরও বেশি ফল পেতে হলে সামান্য নুন মিশিয়ে নিতে পারেন।
২. বেকিং সোডা
তেলচিটে টাইলস পরিষ্কার করতে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। হালকা ঘর্ষণের ফলে দাগ উঠে যায়, কিন্তু টাইলসের ক্ষতি হয় না। ২ চা-চামচ বেকিং সোডার সঙ্গে জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। টাইলসের যেখানে যেখানে দাগ রয়েছে, তার উপর লাগিয়ে ১০ মিনিট রাখুন। নরম ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার জলে ধুয়ে নিন।
ভারতীয় হেঁশেলেই রয়েছে ক্লিনজ়ার। ছবি: সংগৃহীত।
৩. ভাতের ফ্যান
ভাতের ফ্যান মৃদু ক্লিনজ়ার হিসেবে ভাল কাজ দেয়। টাইলসের পুরনো ঔজ্জ্বল্য ফিরিয়ে আনার জন্য প্রয়োগ করে দেখতে পারেন। ভাতের ফ্যান গেলে জলটি রেখে দিন পাত্রে। ঠান্ডা হলে স্প্রে বোতলে ভরে টাইলসে ছিটিয়ে দিন। তার পর মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে নিন।
৪. নুন
এটি প্রাকৃতিক স্ক্রাব হিসেবে ব্যবহৃত হয়। তেল বা আঠালো ময়লা তুলতে পারেন নুন দিয়ে। লেবু বা ভিনিগারের সঙ্গে ব্যবহার করলে আরও ভাল। কাউন্টার টপের উপর সরাসরি নুন ছিটিয়ে দিন। অর্ধেক লেবু বা ভেজা কাপড় দিয়ে তার উপর ঘষে নিন। এ বার ঈষদুষ্ণ জল দিয়ে ভাল ভাবে মুছে ফেলুন।
৫. রসুনের খোসা
জীবাণুনাশ করার জন্য উপযুক্ত রসুনের খোসা। এতে রয়েছে প্রাকৃতিক জীবাণুনাশকের গুণ ও হালকা অ্যাসিড ভাব। লেবুর রস বা ভিনিগার মিশিয়ে নিতে পারেন যদি রসুনের গন্ধের প্রভাব কমাতে চান। রসুনের খোসা ১০ মিনিট জলে ফোটান। ঠান্ডা হলে সেই জল দিয়ে টাইলস মুছুন। পরে পরিষ্কার ভেজা কাপড় দিয়ে আবার মুছে নিন।
যে জিনিসগুলি টাইলসে ব্যবহার না করাই ভাল—
১. টুথপেস্ট– টাইলসের উজ্জ্বলতা কমাতে পারে। ২. শ্যাম্পু– এর ময়েশ্চারাইজ়ার টাইলসকে পিচ্ছিল বা চিটচিটে করে দিতে পারে। ৩. ব্লিচ– জলে না মিশিয়ে ব্যবহার করলে টাইলসের গ্রাউট ক্ষয়ে যেতে পারে এবং রং ফিকে হয়ে যেতে পারে।