বাগানে পোকার আক্রমণ ঠেকাতে প্রাকৃতিক পন্থাই কি যথেষ্ট? ছবি: এআই সহায়তায় প্রণীত।
শখের বাগানে বেড়ে উঠছে লাউ থেকে কাঁচালঙ্কা। গোলাপ, জিনিয়াও ফুটছে বেশ। কিন্তু বর্ষার দাপটে পোকার উপদ্রব সামলানো মুখের কথা নয়। সাধারণত স্যাঁতসেঁতে আবহাওয়ায় পোকার উপদ্রব বাড়ে। পোকা মারতে সহজ সমাধান রাসায়নিক কীটনাশক স্প্রে হতেই পারে, তবে তা পরিবেশবান্ধব নয়। তা ছাড়া, বাড়িতে খুদে সদস্য থাকলে বারান্দার বাগানে রাসায়নিক স্প্রে করা ঠিকও নয়। বদলে কী ভাবে পোকার উপদ্রব সামাল দেবেন?
১। লেডিবার্ড, লেসউইংস, হোভারফাইলস-এর মতো কিছু কিছু কীট গাছের পক্ষে ক্ষতিকর পতঙ্গদের খেয়ে ফেলে। এমন কিছু গাছ লাগান বাগানে, যাতে গাছের বন্ধু কীটেরা আকৃষ্ট হয়। মৌরি, ধনেপাতা, ডিলগাছ লাগালে লেডিবাগ, হোভারফাইলসরা আসবে। রাসায়নিক স্প্রে গাছের পক্ষে ভাল-খারাপ, দু’ধরনের পতঙ্গেরই ক্ষতি করে।
২। পোকামাকড় মারার জন্য নিমতেল খুব কাজের। জলে নিমতেল মিশিয়ে স্প্রে করুন। সাবানজল দিলেও কাজ হয় অনেক সময়।
৩। এক এক ধরনের গাছে এক এক রকম পোকার আক্রমণ হয়। তাই এক রকম সব্জির চাষ না করে নানা রকম সব্জি পাশাপাশি চাষ করতে পারেন।
৪। বাগানের পরিচ্ছন্নতাও খুব জরুরি। নিয়মিত পরিচর্যা, বাগান পরিষ্কার করলে পোকার আক্রমণের আশঙ্কা কমে। আলো-হাওয়া আসা খুব জরুরি।
৫। গাছের স্বাস্থ্যে নজর দিন। গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা ভাল হলে পোকার আক্রমণে চট করে গাছের ক্ষতি হবে না।ভার্মি কম্পোস্ট, জৈব সারের প্রয়োগে গাছের স্বাস্থ্য ভাল থাকে।