Shoe Box Usage

জুতোর বাক্স ফেলে দিচ্ছেন নাকি? ঘরের কাজেও লাগাতে পারেন সেগুলি, জেনে নিন উপায়

জুতোর বাক্স ফেলে দেন? সেটিও কিন্তু কৌশলে অনেক কাজেই ব্যবহৃত হতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১৭:০৭
Share:

জুতোর বাক্স ফেলে না দিয়ে নানা রকম কাজে ব্যবহারও করতে পারেন। জেনে নিন কৌশল। ছবি:ফ্রিপিক।

জমতে জমতে জুতোর বাক্সর পাহাড় হয়ে গিয়েছে? এ বার সেগুলি ফেলে দেবেন মনস্থ করেছেন? জুতোর বাক্স কিন্তু ঘরের অনেক কাজেই লাগতে পারে। কী ভাবে তা ব্যবহার করবেন?

Advertisement

১। আলমারি বা দেরাজের মধ্যে জামা কাপড় গুছিয়ে রাখলেও, প্রয়োজনে কোনওটাই হাতের কাছে মেলে না। এ ক্ষেত্রে কাজ সহজ করে দিতে পারে জুতোর বাক্স। সেটি ধুলো ঝেড়ে পরিষ্কার করে নিন। এবার মোজা থেকে অন্তর্বাস, টি-শার্ট এক একটি বাক্সের মধ্যে এক এক রকম জিনিস ভরে দেরাজে ঢুকিয়ে রাখুন। তা হলে একটির সঙ্গে অন্যটি মিশবে না।

২। শিশুদের যতই খেলনা দেওয়া হোক না কেন, তাদের কিন্তু প্রতিদিনই নতুন জিনিসের চাহিদা থাকে। জুতোর বাক্স হতে পারে তাদের খেলনা রাখার বাক্স। আবার সেই বাক্স দিয়ে বা়ড়ি, ঘর বানিয়েও ফেলা যায়। এ ব্যাপারে খুদেকে উৎসাহিত করতে পারেন।

Advertisement

৩। পুরনো ছবি, ছোটবেলার জিনিসপত্র রাখতে হবে? সে সবও কিন্তু ভাল কোনও জুতোর বাক্সে গুছিয়ে রাখা যায়। সচরাচর যে সব জিনিস কাজে লাগে না সেগুলি বাক্সে ভরে কোথাও তুলে রাখতে পারেন।

৪। জুতো রাখার কাজেও জুতোর বাক্স ব্যবহার করা যায়। খোলা জায়গায় জুতো রাখলে ধুলো পড়ে তাতে। যে জুতো মাঝেমধ্যে পরেন, সেটি বাক্সে ভরে তুলেও রাখতে পারেন।

৫। ঘরের শুকনো আবর্জনা, টুকিটাকি জিনিস ফেলার জন্যও বাক্সের দরকার হয়। সেই কাজের জন্যও এটি বেছে নিতে পারেন। জুতো বাক্স ময়লা ফেলার পাত্রও হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement