আয়নাই শোয়ার ঘরে আনতে পারে আভিজাত্য। কী ভাবে ঘর সাজাবেন? ছবি: সংগৃহীত।
ঘর শুধু চার দেওয়ালের সমষ্টি নয়। বরং ঘর সাক্ষী থাকে অনেক স্মৃতির, বিশেষ মুহূর্তের। দিনের শেষের ক্লান্তি কমানোর জন্য গা এলানো হোক বা প্রিয় মানুষের সঙ্গে একান্ত আলাপচারিতা, শোয়ার ঘর বাড়ির মধ্যে হয়ে ওঠে ভীষণ গুরুত্বপূর্ণ। সেই ঘরখানি সাজাবেন কী ভাবে?
সাজানোর অনেক কৌশল আছে। তবে স্বল্প বদলে যদি আভিজাত্যের ছোঁয়া আনতে চান কিংবা ভোল পাল্টাতে চান পছন্দের ঘরটির, কৌশলে ব্যবহার করতে পারেন আয়না। সঠিন অবস্থানে, সঠিক আয়না শুধু ঘরকে আলোকোজ্জ্বল করে না, কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে অন্দরের সৌন্দর্য। জেনে নিন, কী ভাবে আয়না দিয়ে সাজাতে পারেন ঘর।
সঠিক আয়না
ঘরের সঙ্গে মানানসই আয়না বাছাই খুব জরুরি। ছবি: সংগৃহীত।
গোল, ডিম্বাকার, লম্বা, চৌকো, ধাতব পাতের ব্যবহারে শৌখিন আয়না পাওয়া যায়। ঘরের জন্য মানানসই কোনটি হবে, তা বোঝা প্রয়োজন। খাটের পিছনের দেওয়ালে সরু অংশ থাকলে সেখানে মানানসই কোনও আয়না আটকে রাখতে পারেন। আয়নার ঠিক সামনে খাটের দু’পাশে টেবিল ল্যাম্প সাজিয়ে রাখলে মৃদু আলো কাচে প্রতিফলিত হয়ে ঘরে মায়াময় পরিবেশ তৈরি হবে। অথবা জানলার উল্টো দিকে বা এমন জায়গায় আয়না রাখুন, যেখানে প্রাকৃতিক আলো প্রতিফলিত হবে।
পিছনের দেওয়াল
খাটের পিছনের দেওয়ালে চওড়া বা সুদৃশ্য ফ্রেমের একটু বড় আয়না লাগাতে পারেন। ছবি:সংগৃহীত।
ঘরের মধ্যভাগে খাট থাকলে তার ঠিক পিছনের দেওয়ালে বড় আয়না লাগাতে পারেন। গোল, ডিম্বাকার যেমন আয়নাই ব্যবহার করুন, সেটি যেন নজরকাড়া হয়। উজ্জ্বল, ম্যাট ফিনিশ, ধাতব ফুলের কারুকাজ করা ফ্রেমের আয়না এমন জায়গায় মানানসই হতে পারে। দেওয়াল কতটা চওড়া, তা বুঝে আয়নার মাপ এবং ফ্রেমের নকশা বাছাই জরুরি। আয়নার চারপাশে বেশ কিছুটা ফাঁকা জায়গা না থাকলে সেটি জবরজং লাগবে।
লম্বা কারুকাজ করা আয়না
এমন আয়নাও শোয়ার ঘরের শোভা বাড়িয়ে দিতে পারে। ছবি: সংগৃহীত।
ড্রেসিং টেবিল না রেখে শোয়ার ঘরে কোথাও শৌখিন বা সরু ফ্রেমের বড়সড় লম্বা আয়না রাখতে পারেন, যেখানে নিজেকে পুরোপুরি দেখা যাবে। এমন আয়না রাখলে যেমন ঘর বড় দেখাবে, তেমনই সাজসজ্জার পর পা থেকে মাথা পর্যন্ত খুব সহজে নিজেকে দেখে নিতে পারবেন।
সরু বা মাঝারি বিটের আয়না
ফ্রেম সরু এবং সাধারণ হলেও কোনও কোনও ঘরে তা মানানসই হয়। ছবি: সংগৃহীত।
ঘরের রং এবং আলোকসজ্জা মৃদু হলে, সরু বিটের বা সোজা বিটের আয়না সেখানে বাড়তি মাত্রা যোগ করতে পারে। অন্দরসজ্জার সঙ্গে মানাবে এমন আয়না বেছে নেওয়া জরুরি। অতিরিক্ত কারুকাজের আয়না যদি ঘরের রং,আসবাবের সঙ্গে মানানসই না হয়, তা হলে সেটি লাগানো অর্থহীন।
সাবেক ড্রেসিং টেবিল
শোয়ার ঘরের আসবাব কাঠের হলে, এমন ড্রেসিং টেবিল মানানসই হতে পারে। ছবি:সংগৃহীত।
অনেকেরই বাড়িতে কাঠের খাট থাকে। আসবাব, খাট, টেবিল সবই যদি কাঠের হয়, সেখানে সাবেকি ড্রেসিং টেবিলও মানানসই হতে পারে। কাঠের দেরাজ দেওয়া চওড়া আয়নাও ঘরের ভোল পাল্টে দিতে পারে। এমনকি, আধুনিক অন্দরসজ্জার সঙ্গেও তা মানানসই হতে পারে।