Garden Decoration

দীপাবলির আগে বাড়ির বাড়তি জিনিস দিয়েই বাগানের ভোল বদল সম্ভব, কৌশল শিখে নিন

বাড়ির অপ্রয়োজনীয় জিনিসও অনেক সময় ঘরের ভোল বদলে দিতে পারে। প্লাস্টিক থেকে ঝুড়ি দিয়ে কী ভাবে দীপাবলির আগে বাগান সাজাবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ ১৭:২৬
Share:

বাড়ির বাড়তি জিনিস দিয়েই সেজে উঠুক বাগান। ছবি: সংগৃহীত।

দীপাবলিতে বাড়ি থেকে বাগান সাজিয়ে তুলতে চান? তবে বাড়তি খরচ নয়, অপ্রয়োজনীয় জিনিস দিয়েই সাজিয়ে তুলুন আশপাশ। এতে ঘরের অপ্রয়োজনীয় জিনিস যেমন সাফ হবে তেমনই নতুন রূপে সেজে উঠবে বাগানও।

Advertisement

বোতল

বোতল দিয়ে নানা ভাবে সাজিয়ে তোলা যায় বাগান।

বাড়িতে নিশ্চই প্লাস্টিকের বোতলের কমতি নেই। বোতল দিয়েই দারুণ বাগান সাজানো যায়। গাছ বেড়ে ওঠার জন্য বোতলকেই টব হিসাবে ব্যবহার করতে পারেন। বোতলগুলি আধখানা করে কেটে নকশা করে নিন কাঁচি দিয়ে। এবার ইচ্ছমতো রং করুন। উজ্জ্বল রঙে সাজিয়ে তুলুন বোতল। সেগুলির মধ্যে গাছ বসান। বারান্দা থেকে ঝুলিয়ে দিতে পারেন, রেলিংয়ে আটকে দিতে পারেন।

Advertisement

বোতল দিয়ে আলোকসজ্জাও করা যায় বাগানে। বোতলগুলি নকশা করে কেটে তারমধ্যে ব্যটারিচালিত টুনি আলো ভরে দিন। গাছের পাশে সাজিয়ে দিলে দারুণ লাগবে।

চেয়ার

ভাঙা চেয়ার বাগানে মানানসই হতে পারে। ছবি: সংগৃহীত।

বাড়িতে অনেক সময় হাতল ভাঙা, পায়া ভাঙা চেয়ার পড়ে থাকে। সেগুলিকে রং করে টব রাখার জন্য ব্যবহার করতে পারেন। চেয়ারের উপরে রকমারি গাছ সাজিয়ে দেওয়া যায়। রং না করেও, পুরনো কাঠের চেয়ারও ব্যবহার করতে পারেন। তার উপর লতানে বা ঝোপের মতো বাহারি গাছ রাখলে বেশ মানাবে।

ঝুড়ি

ঝুড়ি দিয়েও সাজানো যায় বাগান। ছবি :সংগৃহীত।

পুরনো ঝুড়ি ব্যবহার করুন বাগান থেকে ফুলের গাছ ঝুলিয়ে রাখার জন্য। ঝুড়ির গায়ে আলোর চেন পেঁচিয়ে দিন। দড়ি দিয়ে তা হুকের সঙ্গে ঝুলিয়ে দিন। সন্ধেবেলায় আলো জ্বললে বাগানের রূপই বদলে যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement