Mini Lotus Pond

ঘরের কোণে ছোট্ট জলাশয়ে ফুটে থাক প্রিয় ফুল, ৭ ধাপে বাড়িতেই বানিয়ে ফেলুন নিজের পদ্মপুকুর

জায়গার অভাব নিয়ে ভাবতে হবে না। ছোট্ট বারান্দা, ছাদ বা বাগানের ফাঁকা জায়গায় তৈরি করতে পারেন পদ্মের পুকুর। সহজ কিছু উপায় মেনে নিজেই গড়ে তুলতে পারেন একটি ছোট্ট পদ্মপুকুর। একেবারে নিজস্ব।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ২০:১৩
Share:

বাড়িতেই পদ্মপুকুর। ছবি: এআই সহায়তায় প্রণীত।

বাড়ির কোণে যদি জলের পাত্রে ফুটে ওঠে এক-আধটি পদ্মফুল? পদ্ম শুধু সৌন্দর্যের প্রতীক নয়, শান্তির কথাও বলে এই ফুল। ছোট্ট বারান্দা, ছাদ বা বাগানের ফাঁকা জায়গায় তৈরি করতে পারেন পদ্মের পুকুর। জায়গার অভাব নিয়ে ভাবতে হবে না। চাইলে সহজ কিছু উপায় মেনে নিজেই গড়ে তুলতে পারেন একটি ছোট্ট পদ্মপুকুর। একেবারে নিজস্ব।

Advertisement

বাড়ির কোণে ছোট্ট পদ্মপুকুর তৈরি করতে কী কী প্রয়োজন?

১. রোদ

Advertisement

পদ্মফুল ভাল ভাবে ফুটতে হলে প্রতি দিন অন্তত ছ’ঘণ্টা সরাসরি রোদ পড়া দরকার।

২. পাত্র

গভীর ও চওড়া পাত্র ব্যবহার করুন, যার তলায় ছিদ্র নেই। এতে পদ্মের শিকড় স্বচ্ছন্দে ছড়াতে পারবে। পাত্রের গভীরতা ১২ ইঞ্চি এবং চওড়ায় ২৪ ইঞ্চি হলেই উপযুক্ত।

৩. মাটি

হালকা ঝুরঝুরে মাটি নয়, বরং ভারী মাটি ব্যবহার করুন। হালকা মাটি সহজে ভেসে যায়। এ ক্ষেত্রে সেটি কাম্য নয়।

পর্যাপ্ত পরিমাণে রোদ যেন পায় পদ্মফুল। ছবি: সংগৃহীত।

৪. তাপমাত্রা ঠিক রাখা

গরমের আবহাওয়ায় পদ্ম ভাল হয়। মাঝারি উষ্ণতায় ফুল ও পাতা সুন্দর ভাবে বেড়ে ওঠে। জলের তাপমাত্রা ৭৫-৯০ ডিগ্রি ফারেনহাইট হলে ভাল।

৫. সার

ফুল ফোটার সময় প্রতি ২০ দিনে এক বার করে জলজ গাছের উপযোগী সার দিন। এতে ফুল ফোটার হার বাড়বে।

৬. যত্ন ও পরিচ্ছন্নতা

জলে যেন দুর্গন্ধ না ছড়িয়ে পড়ে। নিয়মিত জল পরিষ্কার করুন। ইচ্ছে করলে হালকা বাতাস চলাচলের ব্যবস্থা রাখলে ভাল।

৭. শীতকালীন যত্ন

শীত পড়লে পাত্রটি ঘরের ভিতরে রাখুন বা উষ্ণ জায়গায় সরিয়ে নিন।

এমন ভাবে যত্ন নিলে ঘরেই তৈরি হবে একখণ্ড শান্ত, সুন্দর পদ্মপুকুর, যা আপনার ঘর-বাড়িতে এনে দেবে ভিন্ন রকম স্বস্তি ও আমেজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement