Home Cleaning Tips

সপ্তাহভর ঘর থাকবে ঝকঝকে, ৩ কৌশলেই দেখাবে নতুনের মতো

ঘরদোর সব সময়েই অগোছালো থাকে? কাজ সহজ হতে পারে পরিচ্ছন্নতার সঠিক কৌশল জানলে এবং তা মানলে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৫ ১৯:২৬
Share:

গোছগাছের নিয়ম জানলে সব সময়েই সুন্দর দেখাবে ঘর। ছবি: সংগৃহীত।

দৈনন্দিন কাজকর্ম সামলে ঘরদোর ঝকঝকে রাখা, জায়গার জিনিস জায়গায় রাখা মোটেই সহজ নয়। সুন্দর বাড়ির সৌন্দর্যও নষ্ট হয়, জিনিসপত্র অগোছালো হলে। শুধু ধুলো পড়া জানলা, দরজা নয়, ঘরের এদিক-সেদিক স্তূপাকৃতি জিনিসপত্রও অন্দরের সজ্জা নষ্ট করে। ঘর পরিষ্কার কাজ সহজ হবে কয়েকটি বিষয়ে নজর দিলেই।

Advertisement

১। জায়গার জিনিস জায়গায় রাখার অভ্যাস অনেকেরই থাকে না। টেবিল যদি নানা রকম জিনিসে ভরে থাকে দেখতেও বিশ্রী লাগবে। খাবার টেবিল হোক বা বসার ঘরের টেবিল— সুন্দর কোনও ট্রে রাখতে পারেন। তাতে দৈনন্দিন জিনিসগুলি রাখলে, গোছানো, মোছায় সুবিধা হবে।

২। হেঁশেল দ্রুত তেলকালিতে ভরে যায় বলে নজর বেশি পড়ে। তবে ঘরের আনাচ-কানাচও ধুলোয় ভরে। নিয়ম করে ওয়াইপস বা কাপড় দিয়ে টেবিল, চেয়ার, ঘর সাজানোর জিনিসগুলি মুছে ফেলুন। দু’দিন অন্তর এই কাজটি করলে ঘর কখনওই তেমন অপরিচ্ছন্ন লাগবে না।

Advertisement

৩। সোফা, কুশনের ধুলো ঝাড়া, বসার জায়গাগুলি পরিষ্কার করা— এগুলি রুটিনের মধ্যে এনে ফেললেও কিন্তু কাজের সুবিধা হবে। 'করছি-করব' মানসিকতার কারণেই ঘরদোর বেশি অগোছালো এবং অপরিচ্ছন্ন মনে হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement