আয়না থেকে কাচের টেবিল, জানলা ঝকঝকে হবে ১০ মিনিটেই, শিখে নিন পরিষ্কারের সহজ কৌশল

পুজোর আগে আয়না থেকে কাচের জানলা, টেবিল থেকে ময়লা দাগ তুলে ফেলুন সহজ কৌশলে। মাত্র ১০ মিনিটে কী ভাবে কাচ হয়ে উঠবে ঝকঝকে?

Advertisement
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৯
Share:

দুর্গাপুজোর আগে বাড়ি পরিষ্কার করছেন। কিন্তু কাচের টেবিল, জানলা নিয়ে ভাবনা? বাসন মাজার তরল দিয়েই দিব্যি ঝকঝকে করে তোলা যায় আয়না খেকে কাচের টেবিল। তবে গায়ের জোরে ঘষাঘষি নয়, কাচ পরিষ্কারেরও নিয়ম আছে। জেনে নিন কৌশল।

Advertisement

১। ঈষদুষ্ণ জলে বাসন মাজার তরল সাবান গুলে নিন। মিশ্রণটি স্প্রে বোতলে ভরে ফেলুন।

২। মাইক্রোফাইবার ক্লোথ বা সুতির নরম কাপড় জলে ভিজিয়ে নিংড়ে নিন। আয়না বা জানলা— যে অংশের কাচ পরিষ্কার করবেন সেখানে সাবান জল স্প্রে করে ভিজে কাপড় দিয়ে মুছে নিন।

Advertisement

৩। কোথাও দাগ হয়ে গেলেও গায়ের জোরে ঘষাঘষি করা যাবে না। এতে কাচে দাগ হয়ে যেতে পারে।

৪। পরিষ্কার জল দিয়ে কাচ ধুয়ে নরম ভিজে কাপড় দিয়ে মুছে নিলেই তা ঝকঝকে হয়ে যাবে।

দাগ না উঠলে?

· সম পরিমাণ জল এবং ভিনিগার মিশিয়ে স্প্রে করুন দাগের জায়গায়। ৫-১০ মিনিট রেখে ধুয়ে দিন।

· বেকিং সোডায় অল্প জল মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে দাগ হয়ে যাওয়া কাচে লাগিয়ে রাখুন। ৫-১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

· দাগ তুলতে ব্যবহার করতে পারেন রাবিং অ্যালকোহল। এক কাপ জলে এক কাপ রাবিং অ্যালকোহল মিশিয়ে, তা দিয়ে কাচ মুছে নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement