Balcony

Balcony Garden: বারান্দায় ফল-সব্জি ফলাতে চান? কাজে লাগতে পারে কয়েকটি টোটকা

এক চিলতে বাগানেই ফল, ফুল, বাহারি পাতার গাছ কিংবা সব্জি ফলাতে চাইলে মেনে চলতে হবে কিছু নিয়ম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ মার্চ ২০২২ ১৮:১৫
Share:

ব্যালকনিতে গাছ লাগানোর নিয়ম ছবি: সংগৃহীত

বাগানের শখ মেটাতে, বাড়ির ছোট্ট বারান্দায় ছোট্ট একটি বাগান গড়তে চান অনেকেই। তবে গোটা ব্যাপারটি শুনতে যতটা সহজ, কাজে কিন্তু ততটাও সহজসাধ্য নয়। এক টুকরো বাগানেই ফল, ফুল, বাহারি পাতার গাছ কিংবা সব্জি ফলাতে চাইলে মেনে চলতে হবে কিছু নিয়ম।

Advertisement

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

১। বারান্দায় যে গাছই লাগান না কেন, পর্যাপ্ত জল-হাওয়া আসা কিন্তু আবশ্যিক। আবার জল যেন জমে না যায়, নজর রাখা দরকার সে দিকেও।


২। টবের মাটি তৈরির সময়ে খেয়াল রাখুন, যেন তাতে জৈব উপাদানের ঘাটতি না হয়। রাসায়নিক সার বাড়িতে না আনতে চাইলে, নিম খোল কিংবা জৈব সার ব্যবহার করতে পারেন। গাছ পোতার আগে টবের মাটি কিছুটা খুঁচিয়ে দিতে হবে।

Advertisement

৩। বারান্দায় তৈরি করা বাগানের ক্ষেত্রে টবের আয়তন খুবই গুরুত্বপূর্ণ। সব গাছের জন্য একই মাপের টব ব্যবহার করা চলবে না। ধনে পাতা, পুদিনা পাতা, টমেটো, বেগুন, লঙ্কা, কিংবা ক্যাপসিকাম লাগাতে চাইলে বাছতে হবে ৪-৫ ইঞ্চির টব।


৪। বাড়ির বাগানে কীটনাশকের ব্যবহার নৈব নৈব চ। বিশেষত বাড়িতে শিশু থাকলে কীটনাশকের ব্যবহার খুবই বিপজ্জনক হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন