Fruit flies remedies

বর্ষায় কাটা ফলে পোকাদের ভিড় বাড়ে, সহজ ৫ পদ্ধতিতে সমস্যার সমাধান হতে পারে

বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে। এই সময়ে খাবারের সন্ধানে কাটা ফলে পোকারা হানা দেয়। কয়েকটি পদ্ধতি মেনে পোকাদের জব্দ করা যেতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৫ ১৯:২৪
Share:

— প্রতীকী চিত্র।

বর্ষায় সর্বত্র পোকামাকড়ের উপদ্রব বাড়ে। মশা-মাছির পাশাপাশি এই সময় বাড়িতে কাটা ফলের উপর এক বিশেষ ধরনের পোকা দেখতে পাওয়া যায়। বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে এই পোকাদের উপদ্রব বাড়ে। এই পোকাগুলি ফল এবং পড়ে থাকা খাবারের উপরে ভিড় করে। এই ধরনের পোকা বা মাছি ক্ষতিকর না হলেও প্রচুর জীবাণু বহন করে। তাই এই পোকা থেকে খাবারে বিষক্রিয়া হতে পারে।

Advertisement

এই ধরনের পোকা বা মাছিকে নিয়ন্ত্রণ করতে অনেকে কীটনাশক ব্যবহার করে থাকেন। কিন্তু তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কয়েকটি পদ্ধতি মেনে চললে ফলে আর পোকা এসে ভিড় করবে না।

১) রান্নাঘর পরিষ্কার রাখুন: ফলের পোকাদের দূরে রাখার সবচেয়ে ভাল উপায়, রান্নাঘরটিকে পরিষ্কার রাখা। রান্নাঘরের টেবিল, বেসিন এবং ডাস্টবিনের অংশ নিয়মিত পরিষ্কার করা উচিত।

Advertisement

২) ফল রাখুন ফ্রিজে: বছরের এই সময়ে যাবতীয় ফল ফ্রিজে রাখা উচিত। কাটা ফল কোনও কৌটোয় ভরে ফ্রিজে রাখা যেতে পারে। তা হলে আর পোকার সমস্যা হবে না। কারণ, খোলা জায়গায় রাখার কয়েক ঘণ্টার মধ্যেই তার মধ্যে বর্ষার পোকা হানা দিতে পারে।

৩) মুদিখানার সুরক্ষা: বাজার থেকে মুদিখানার পণ্য যা যা কিনছেন, তার সবটাই কৌটোয় ভরে রাখা উচিত। অনেক সময় চিনি, গুড় বা চাল এবং ডাল থেকেও এই ধরনের পোকার উপদ্রব হতে পারে।

৪) ডাস্টবিন পরিষ্কার: রান্নাঘরে যেখানে উচ্ছিষ্ট ফেলা হয়, সেই অংশটি নিয়মিত পরিষ্কার করা উচিত। ডাস্টবিন পরিষ্কার করার পর আবর্জনা দ্রুত বাড়ির বাইরে ফেলে আসা উচিত। এই আবর্জনা ফলের পোকাদের আকর্ষণ করে।

৫) বাড়িতে তৈরি ফাঁদ: মাছি বা পোকাদের জব্দ করতে নিজেই ফাঁদ তৈরি করতে পারেন। একটি কাচের শিশির মধ্যে পাকা ফল রেখে পাত্রের মুখ প্লাস্টিক দিয়ে ঢেকে দিন। তার পর উপরে কয়েকটি ফুটো করে রাখুন। খাবারের লোভে পোকা ভিতরে প্রবেশ করে আটকা পড়বে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement