Indoor Plant Care Tips

ঘরের ভিতরে রাখা গাছপালার সূর্যালোকের অভাব হচ্ছে কি না বুঝবেন কী করে?

বড় বড় পাতার অন্দরসজ্জার গাছটি রোদ কম পাচ্ছে কি? কোন লক্ষণে তা বুঝবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ২০:১২
Share:

গাছ সূর্যালোক কম পাচ্ছে, বোঝার কোনও উপায় আছে কি? ছবি: সংগৃহীত।

ঘন, সবুজ বড় পাতা। সুদৃশ্য টবে সাজিয়ে রাখলে দেখতে লাগে বেশ। বসার ঘরে কোণের অংশে রাখার জন্য ফিড্ল লিফ ফিগ প্ল্যান্ট কিনেছেন। কিন্তু যে জায়গায় গাছ রাখছেন, সেখানে গাছটি বেড়ে ওঠার জন্য উপযুক্ত পরিবেশ আছে তো? অন্দরসজ্জায় ব্যবহৃত গাছটির সূর্যালোকের অভাব হচ্ছে কি না, কী ভাবে বুঝবেন?

Advertisement

১। গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, বাদামী ছোপ ধরছে? পাতা কুঁকড়ে যাচ্ছে? এমন লক্ষণ দেখলে বুঝতে হবে গাছ ঠিকমতো আলো-হাওয়া বা জল পাচ্ছে না। অন্দরসজ্জার গাছ হলেও, ফিড্ল লিফ ফিগ প্ল্যান্টের বেড়ে ওঠার জন্য যথাযথ সূর্যালোক প্রয়োজন। দক্ষিণ খোলা জানলায়, যেখানে হালকা রোদ এসে পড়ে এমন জায়গা গাছের জন্য আদর্শ। পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ হতে পারে গোড়ায় জল জমে যাওয়া বা জল বেশি দেওয়া। সূর্যালোকের অভাবেও গাছের পাতা হলুদ হতে পারে।

২। গাছের বেড়ে ওঠার ধরন দেখেও বোঝা যায়, সূর্যালোকের প্রয়োজন রয়েছে কি না। যদি দেখা যায় গাছ লম্বায় বাড়ছে কিন্তু পাতার মধ্যে ফাঁক বেশি থাকছে, তা হলে বুঝতে হবে গাছে আরও বেশি রোদ চাইছে। সে জন্যই গাছটি এ ভাবে বেড়ে উঠছে।

Advertisement

৩। গাছ ঠিকমতো না বেড়ে উঠলেও তার কারণ হতে পারে উপযুক্ত পরিবেশের অভাব। গাছের বেড়ে ওঠার জন্য সূর্যালোক, পরিমাণ মতো জল দরকার। প্রয়োজন হয় পুষ্টিরও।

৪। গাছ থেকে প্রায়ই পাতা ঝরে পড়ছে। ঠিকমতো সূর্যালোক না পেলে এমন সমস্যাও দেখা দিতে পারে।

তবে এই সব সমস্যা মিটতে পারে যদি গাছের বেড়ে ওঠার উপযোগী পরিবেশ তৈরি করা যায়। গাছের গোড়ায় যাতে জল না জমে বা বেশি জল না দেওয়া হয়, সে ব্যাপারে খেয়াল রাখা দরকার। ঘরের যে অংশে গাছ রেখেছেন, সেখানে যথাযথ রোদ না এলে, গাছটি মাঝেমধ্যে ঘুরিয়ে দিন, যাতে সমস্ত অংশই রোদ পায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement