Golden Cypress plant Care

ছাদ-বাগানে বড় করুন গোল্ডেন সাইপ্রেস, দরকার হবে না কৃত্রিম ক্রিসমাস ট্রি-র

বড়দিনের উৎসবে গোল্ডেন সাইপ্রেসের মতো একটি গাছই বাড়ি এবং পার্টির মধ্যমণি হতে পারে। চাইলে টবেই এই গাছ বড় করতে পারেন। হালকা সোনালি বর্ণের হয় এর পাতা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১৯:২৬
Share:

ক্রিসমাস ট্রি বড় করতে পারেন বাড়িতেই। ছবি: এআই সহায়তায় প্রণীত।

ক্রিসমাস ট্রি সাজাবেন? নকল কেন, বাড়িতেই বড় করুন আসল গাছ। গোল্ডেন সাইপ্রাস। বিদেশে ক্রিসমাস ট্রি বলে যে সমস্ত গাছ চিহ্নিত, একেবারে সে রকমটা না হলেও, বড়দিনের উৎসবে এমন একটি গাছই বাড়ি এবং পার্টির মধ্যমণি হতে পারে। চাইলে টবেই এই গাছ বড় করতে পারেন। হালকা সোনালি বর্ণের হয় এর পাতা। গাছ একটু বড় হলেই সঠিক কাটছাঁটে এটিকে শঙ্কু আকৃতির করে তুলতে পারবেন।

Advertisement

কলকাতার গরম এবং আর্দ্র আবহাওয়ায় ছাদ বাগানে গোল্ডেন সাইপ্রাস বড় করা কিছুটা কঠিন হলেও সঠিক যত্নে এই গাছ বাঁচিয়ে রাখা যায়।

টব এবং মাটির প্রস্তুতি

Advertisement

শুরুতে ১০-১২ ইঞ্চির মাটির টব ব্যবহার করা সবচেয়ে ভাল। মাটির টব অতিরিক্ত আর্দ্রতা শুষে নিতে পারে, যা গাছের গোড়াকে পচন থেকে রক্ষা করে। এর জন্য জলনিকাশি ব্যবস্থা ভাল, এমন মাটি প্রয়োজন। ৪০% সাধারণ মাটির সঙ্গে ৩০% বালিমাটি, ৩০% ভার্মিকম্পোস্ট বা পাতা-পচানো সার যোগ করুন। এর সঙ্গে এক মুঠো নিমখোল মেশালে ছত্রাকের আক্রমণের ঝুঁকি কমবে।

সঠিক স্থান নির্বাচন

গাছটিকে এমন জায়গায় রাখুন, যেখানে গাছ চারপাশ থেকে রোদ, আলো-হাওয়া পাবে। এতে গাছ ভাল ভাবে বেড়ে উঠতে পারে। সকালের নরম রোদ এই গাছের জন্য আদর্শ। তবে গরমকালে অতিরিক্ত তাপ থেকে গাছটিকে বাঁচানো জরুরি। সে ক্ষেত্রে গরমকালে দুপুরের চড়া রোদ থেকে বাঁচাতে হালকা ছায়ার ব্যবস্থা করতে পারেন।

জল দেওয়ার নিয়ম

গোল্ডেন সাইপ্রেস জল পছন্দ করে, কিন্তু ভিজে কাদামাটি নয়। টবের উপরের ১ ইঞ্চি মাটি শুকিয়ে গেলে তবেই জল দিন। টবের নীচে যেন জল জমে না থাকে। খুব গরমে গাছের পাতায় জল স্প্রে করলে গাছ সতেজ থাকবে।

সার

বছরে দু’বার মাটির চারপাশ খুঁড়ে ভার্মিকম্পোস্ট সার যোগ করুন। বর্ষা বাদে অন্য সময়ে মাসে এক বার খুব পাতলা করে সর্ষের খোল পচানো জল দিতে পারেন।

ছাঁটাই

গাছটিকে শঙ্কু আকৃতির রাখতে চাইলে প্রতি বছর নিয়ম করে ডালপালা ছাঁটতে হবে। এতে ক্রমশ গাছটি নির্দিষ্ট আকার পাবে। প্রতি ২ বছর অন্তর টব পরিবর্তন করুন এবং নতুন মাটি দিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement