বার বার ব্যবহারে ওয়াইন গ্লাস, কাচের বয়াম ঘোলাটে হয়ে গিয়েছে? দুই উপকরণেই মিলবে সমাধান

পুরনো কাচের গ্লাস, কাচের ওয়াইন পাত্র অনেক সময় ঘোলাটে হয়ে যায়। সেই দাগ তুলবেন কী ভাবে। রইল সহজ সমাধান।

Advertisement
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ২০:৪৭
Share:

জল খাওয়ার কাচের গ্লাস হোক বা সুরা পানের কাচ-পাত্র— বার বার ব্যবহার, ঠিকমতো তা না মাজলে কাচ এক সময় ঘোলাটে হয়ে যায়। আগের মতো স্বচ্ছ আর থাকে না। এমন গ্লাস বাসন মাজার সাবান দিয়ে ঘষলেও সব সময় তেমন পরিষ্কার হয় না বা আগের জেল্লা ফেরে না।

Advertisement

অনেক সময় জলে নানা রকম খনিজ মিশে থাকে। জলের ধরন খর হলে সেই জলে কাচের বাসন ধুলে তা ঘোলাটে হয়ে যায়। অনেক সময় বাসন মাজার সাবান ভাল করে না ধুলে, সেই পরত জমেও কাচ এমন হয়ে যায়।

তবে ঘোলাটে কাচ পাত্র চকচকে করার উপায় আছে। হাতের কাছে দু’টি উপাদান থাকলেই হবে। একটি হল সাদা ভিনিগার এবং অন্যটি হাইড্রোজেন পারক্সাইড। সাদা ভিনিগারে থাকে অ্যাসিড। অ্যাসিড জাতীয় উপাদান কাচের উপর খনিজের পরত ভেঙে দিতে সাহায্য করে।হাইড্রোজেন পারক্সাইডে রয়েছে অক্সিডাইজ়িং এজেন্ট যা দাগ তুলতে সাহায্য করে।

Advertisement

কী ভাবে দুই উপাদান ব্যবহার করবেন?

১। একটি পাত্রে একটু গরম অবস্থায় সাদা ভিনিগার নিতে হবে। তার মধ্যে কচের গ্লাস বা পাত্রটি ডুবিয়ে রাখুন ১০-১৫ মিনিট। কাচের গায়ে দাগ বেশি থাকলে আধ ঘণ্টাও রাখা যেতে পারে। ভিনিগার থেকে তুলে সেটি ধুয়ে নিন।

২। কাচের পাত্র চকচকে করার জন্য স্পঞ্জে বা কাপড়ে হাইড্রোজেন পারক্সাইডে ডুবিয়ে কাচের গ্লাসের গায়ে হালকা চাপ দিয়ে ঘষতে থাকুন। বিশেষত কোথাও দাগ থাকলে। দ্রুত সেই দাগ উঠে কাচের গ্লাস বা পাত্রটি ঝকঝকে হয়ে উঠবে।

৩। বাসন মাজার সাবান গরম জলে গুলে তাতে কাচের গ্লাস ভিজিয়ে রাখুন ২ মিনিট। তার পর ঘষে নিয়ে জল দিয়ে ধুয়ে ফেলুন।

৪। পরিষ্কার কাপড় বা মাইক্রোফাইবার ক্লথ দিয়ে কাচ পাত্রটি ভাল করে মুছে তুলে রাখুন।

চার ধাপেই পুরনো গ্লাস, পাত্র, বয়াম ঝকঝকে হয়ে উঠবে। দেখাবে একেবারে নতুনের মতো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement