Daisy Gardening Tips

বাগান আলো করে থাকবে রঙিন ডেইজ়ি, প্রচুর ফুল পেতে কী ভাবে গাছের যত্ন নেবেন?

শীতের ফুল ডেইজ়ি বড় করা কঠিন নয়। সাধারণ কয়েকটি শর্ত মানলেই এই গাছ থেকে প্রচুর ফুল মিলবে। কী ভাবে গাছটি বড় করবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ ২০:২৮
Share:

গাছ ভরে ফুল হবে। তবে কী ভাবে যত্ন নেবেন ডেইজ়ি গাছের? ছবি: সংগৃহীত।

শীতের বাজারে চন্দ্রমল্লিকা, ডালিয়ার পাশাপাশি জায়গা করে নেয় ডেইজ়িও। মহিলাদের কেশসজ্জাতেও এই ফুল ব্যবহার হয়। সেটাই যদি ফোটাতে চান, শখের বাগানে তা হলে কী করবেন?

Advertisement

চারা থেকে ফুল ফুটতে বড় জোর ৬৫-৭০ দিন সময় লাগে। একবার ফুটলে, সেই বাহারেই বাগানের ভোল পাল্টে যেতে পারে। সাদা, হলুদ, গোলাপি, বেগনি— নানা রকম রঙের ডেইজ়ি হয়। গাছ ভর্তি ফুল ফুটলে বদলে যায় বাগানের রূপ।

এমনিতে গাছটি বড় করা কঠিন নয়। ৬ ইঞ্চির টবেই দিব্যি বাড়তে পারে গাছ। তবে শুরু থেকেই মাটি প্রস্তুত করে নেওয়া ভাল। বাগানের মাটির সঙ্গে কিছুটা ভার্মি কম্পোস্ট বা জৈব সার, নিম খোল মিশিয়ে নিলে গাছের খাবারের অভাব হবে না। এই গাছের গোড়ায় জল জমলেই বিপদ। তাই টবের নীচে পাথর রাখুন, যাতে জল না জমে। মাটি আলগা হলেই ভাল।

Advertisement

ভাল মানের চারা মানে, ভাল ফুল। তবে গাছ বেড়ে ওঠার সময় সঠিক ভাবে ছাঁটা দরকার। বিশেষত গাছটি ঝোপের মতো না হলে, ফুল ফুটলে ভাল দেখাবে না। সে জন্য গাছে কুঁড়ি আসতে শুরু করলে প্রথম অবস্থায় কেটে দিতে হবে। কুঁড়ির সঙ্গে লেগে থাকা দু’টি পাতা ডাঁটির টুকরো-সহ ছাঁটতে হবে। তা হলে গাছের ডালপালা বাড়বে। গাছ ঝারের মতো হয়ে উঠলে আর কুঁড়ি বাদ দিতে হবে না।

গাছের জন্য হালকা আর্দ্র মাটি দরকার। মাটিতে জল বসলে গাছের ক্ষতি। তাই টবের মাটির উপরের অংশ শুকিয়ে গেলে জল দিন।

শীতের মরসুমেই ডেইজ়ি ফোটে। এই ফুলের সুবিধা হল ফোটা ফুল অনেক দিন পর্যন্ত গাছেই থাকে, চট করে ঝরে যায় না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement