Stale Roti

ফ্রিজে রাখলেই রুটি শক্ত হয়ে যায়? কয়েক মিনিটে নরম ও তুলতুলে হবে কী করে?

বাসি রুটি ফ্রিজে রাখলে শক্ত হয়ে যায়। এতটাই শক্ত হয়ে যায় যে, ছেঁড়াটাই অসম্ভব হয়ে পড়ে। তবে কয়েকটি উপায় জানা থাকলে আপনার বাসি রুটিও হয়ে উঠবে নরম তুলতুলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৩ ২০:৫১
Share:

বানানোর ঝক্কি অনেক বলে একসঙ্গে রুটি তৈরি করেও রাখেন অনেকে। ছবি: সংগৃহীত।

রাতে রুটি খাওয়ার অভ্যাস অনেকেরই। শীত কিংবা গ্রীষ্ম— সারা বছর অনেকেরই রাতের খাবারে রুটি থাকে। অনেক বাড়িতেই মাথাপিছু হিসাব করে রুটি তৈরি করা হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই সেই হিসাব করে রুটি করেও বেঁচে যায় কিছু। সেই রুটিগুলির জায়গা হয় ফ্রিজে। আবার বানানোর ঝক্কি অনেক বলে একসঙ্গে রুটি তৈরি করেও রাখেন অনেকে। কিন্তু সমস্যা শুরু হয় সেখানেই। বাসি রুটি ফ্রিজে রাখলে শক্ত হয়ে যায়। এতটাই শক্ত হয়ে যায় যে, ছেঁড়াটাই অসম্ভব হয়ে পড়ে। তবে কয়েকটি উপায় জানা থাকলে আপনার বাসি রুটিও হয়ে উঠবে নরম তুলতুলে।

Advertisement

১) ঈষদুষ্ণ জলে আগের দিনের রুটি ডুবিয়ে তুলে নিন। কিছু ক্ষণ রেখে দিলেই নরম হয়ে যাবে রুটি।

২) হালকা গরম জলে একটি কাপড় ভিজিয়ে নিন। আগের দিনের রুটিগুলি এ বার সেই কাপড়ে মুড়ে কিছু ক্ষণ রেখে দিন। রুটি এমনিতেই নরম হয়ে যাবে।

Advertisement

৩) বাসি রুটির একটু অন্য রকম স্বাদ পেতে চান। তা হলে কড়াইয়ে এক টুকরো মাখন ফেলে তাতে রুটি ভেজে নিন। এতে রুটি নরমও হবে। আবার বাসি রুটির একটি আলাদা স্বাদও পাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন