Workplace at Home

বাড়ি থেকেই অফিস? কাজের সুবিধায় বাড়িতেই কী ভাবে তৈরি করবেন কর্মক্ষেত্রের আবহ?

বাড়ি থেকেই অফিসের কাজ করতে হয়? কী ভাবে বাড়িতেই তৈরি করবেন কর্মক্ষেত্রের পরিবেশ? আমূল বদলে ফেলুন কাজের জায়গা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৫ ২০:৩২
Share:

ঘরেই মিলুক অফিসের পরিবেশ। কী ভাবে?

কোভিড পরিস্থিতিকে পিছনে ফেলে বেশ কয়েক বছরই স্বাভাবিক হয়েছে জনজীবন। তবু ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর সংস্কৃতি মুছে যায়নি। এখনও বহু সংস্থাই কর্মীদের বাড়ি থেকে কাজের সুযোগ দিচ্ছে। কোথাও আবার ‘হাইব্রিড’ পদ্ধতি চলছে। সপ্তাহে ২-৩ দিন অফিস, বাকি দিনগুলি বাড়ি থেকে কাজ।

Advertisement

বাড়ি থেকে কাজের সুবিধা যেমন আছে, অসুবিধাও কম নেই। বাড়ির লোকজন যখন-তখন ডাকাডাকি করতে পারেন, তা ছাড়া, দীর্ঘ ক্ষণ কাজের জন্য চেয়ার-টেবিল ঠিক না থাকলেও কাঁধে-কোমরে ব্যথা অনিবার্য। কাজের জন্য নির্দিষ্ট ঘরটির পরিবেশও মনঃসংযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বাড়ির পুরনো কাজের টেবিল বা জায়গাটি যদি একঘেয়ে হয়ে গিয়ে থাকে, নতুন করে সবটা সাজাতে পারেন। কী করে বাড়িতেই তৈরি করবেন অফিসের পরিবেশ?

১। চিৎকার, চেঁচামেচি, কথাবার্তার আওয়াজ কানে এলে কাজে মন দিতে অসুবিধা হবে। তাই কাজের জায়গাটি তৈরি করুন কোনও একটি ঘরে, যেখানে শব্দ কম আসবে।

Advertisement

২। চোখের সামনে যে দেওয়ালটি থাকবে, সেই দেওয়ালের রং নিয়ে ভাবতে পারেন। নতুন কোনও ফ্ল্যাট নিলে শুরু থেকেই অফিসের জন্য নির্দিষ্ট অন্দরসজ্জা করতে পারেন। সবুজের কোনও হালকা শেড, ল্যাভেন্ডার বা হালকা বেগনি রং মনকে শান্ত করতে এবং ঘর আলোকোজ্জ্বল দেখাতে সাহায্য করে। তবে পুরনো বাড়িতেই নতুন করে কিছু করতে হলে, দেখুন দেওয়ালে রং বা সুন্দর কোনও কাঠের সজ্জা করা যায় কি না।

৩। যে দেওয়ালে কাজের টেবিলটি রয়েছে তার উপরে সুন্দর কোনও ছবি রাখতে পারেন। দেওয়ালের যে অংশটিকে বার বার চোখ পড়বে সেখানে রাখতে পারেন কোনও শিল্পদ্রব্য। পরিবারের লোকেদের রুচির ছাপ স্পষ্ট হয় অন্দরসজ্জায়। সে কারণে সেটিকে শুধু অফিস ঘর হিসাবে না তৈরি করে সাজিয়ে নিতে পারেন।

৪। ঘরের মধ্যেই দীর্ঘ ক্ষণের কাজ, তাই সেখানে থাক প্রকৃতির ছোঁয়া। জানলায় এমন পর্দা ব্যবহার করুন যাতে বাইরের আলো আসতে পারে। কাঠের টেবিল চেয়ার করাতে পারেন। আবার দেওয়ালের সঙ্গে এঁটে থাকবে এমন দেরাজ দেওয়া টেবিল বানিয়ে নিতে পারেন। এতে অফিসের জিনিসপত্র রাখার সুবিধা হবে। ঘরে রাখুন পছন্দের গাছপালাও।

৫। যেখানে বসে কাজ করছেন, সেই জায়গাটিতে একাধিক ফোটো লাগানো যায় এমন ফ্রেম রাখতে পারেন। সেখানে সহকর্মীদের সঙ্গে তোলা কোনও ছবি লাগিয়ে রাখতে পারেন বা সাফল্যের মুহূর্তের ছবিও রাখতে পারেন। কর্মক্ষেত্রে সাফল্যের স্মারক থাকলে, সেটিও সাজিয়ে রাখুন। এতে কাজের অনুপ্রেরণা তৈরি হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement