বর্ষায় ভেসে যাচ্ছে বাগান? ছবি: সংগৃহীত।
জল পেয়ে গাছ বড় হয়, তরতাজা হয়। কিন্তু কোনও কিছুই তো অতিরিক্ত ভাল নয়। বর্ষায় একটানা বৃষ্টির ফলে গাছের ক্ষতি হয়। বাড়ির বাগানের ফল, ভেষজ এবং ফুল গাছগুলি দীর্ঘ ক্ষণ জলের সংস্পর্শে থেকে পচে গিয়ে মরেও যেতে পারে। প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলিকেও ধুয়ে ফেলে বৃষ্টির জল। বর্ষায় নিজের বাড়ির বাগান রক্ষা করার জন্য কয়েকটি নিয়ম মেনে চলতে হবে।
যে কোনও কৌশল প্রয়োগ করার আগে দেখতে হবে, জল নিষ্কাশনের বন্দোবস্ত যেন সঠিক হয়। আর গাছগুলি ভর দিয়ে রাখারও ব্যবস্থা করতে হবে। এতেই অনেকটা কাজ হবে। যাঁরা নতুন বাগান করা শিখছেন আর যাঁরা অভিজ্ঞ, সকলের জন্যই নিম্নলিখিত পরামর্শ কাজে লাগবে।
একটানা ঝড়জল থেকে শখের বাগান রক্ষা করবেন কী কী ভাবে?
· শক্ত শিকড় রয়েছে যেই গাছগুলির, সেগুলি রাখা উচিত বাগানে। তা ছাড়া ঘাস, ঝোপের মতো উদ্ভিদগুলিও বাগানে পুঁতে রাখা যায়। যাতে জোরে হাওয়া বইলে অন্য গাছপালা ক্ষতিগ্রস্ত না হয়।
· গাছের চারপাশে শক্ত গোল বেড়া করে দিলে তা সহজে মাটিতে দাঁড়িয়ে থাকতে পারে। দেখবেন, যেন প্রত্যেকটি গাছ মাটিকে আঁকড়ে ধরে থাকে ভাল ভাবে।
নিয়মিত মালচিং করুন এ সময়ে। ছবি: সংগৃহীত।
· মৃত গাছপালা, ডালপালা পড়ে থাকলে সেগুলি নিয়মিত সরিয়ে দিতে হবে। ঝোপঝাড় বাড়তে থাকলে ছেঁটে ফেলতে হবে। নয়তো বৃষ্টি হলে, হাওয়া দিলে সেগুলি উড়ে গিয়ে আঘাত করতে পারে অন্য গাছকে।
· নিয়মিত মালচিং করা দরকার। মাটির ক্ষয় কমাতে এই পদ্ধতির প্রয়োগ করা উচিত। অত্যধিক আর্দ্রতা থাকলে তা শুষে নেওয়ার ক্ষেত্রে সাহায্য করে মালচিং। বিশেষ উপাদান দিয়ে মাটির উপরিতল ঢেকে দেওয়া হয় এই পদ্ধতিতে। গাছের ছাল, শুকনো পাতা, প্লাস্টিকের আস্তরণ, টায়ারের রবার ইত্যাদি নানা রকম জিনিস দিয়ে মালচিং করা হয়।
· যে গাছগুলি খুব বেশি ঝড়ঝাপটা সহ্য করতে পারে না, সেগুলির উপর আচ্ছাদন দেওয়া দরকার বৃষ্টির সময়ে। গার্ডেন ক্লোচও (স্বচ্ছ বড় অর্ধগোলাকৃতি ঢাকনা, যা গাছ ঢেকে রাখার জন্য ব্যবহৃত হয়) ব্যবহার করতে পারেন গাছের উপর।
গাছের উপর ক্লোচ দিয়ে আচ্ছাদন দেওয়া দরকার বৃষ্টির সময়ে। ছবি: সংগৃহীত।
· আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে কি না, সে দিকে খেয়াল রাখতে হবে। বৃষ্টির পূর্বাভাস থাকলে গাছ ঢাকা দিন, শেলটারের তলায় সরিয়ে ফেলুন টবে রাখা গাছগুলি।