প্রতীকী চিত্র।
বাথরুম নিয়মিত পরিষ্কার না করলে, সেখানে কঠিন দাগ তৈরি হতে পারে। কারণ জলের মধ্যে থাকে আয়রন-সহ অন্যান্য খনিজ উপাদান, যা বাথরুমের দেওয়াল থেকে শুরু করে কল এবং কমোডে লাল ছোপ তৈরি করতে পারে।
বাথরুমে কড়া দাগ পরিষ্কার করতে হলে অনেকেই বাজার চলতি অ্যাসিড বা অন্য কোনও ক্লিনার ব্যবহার করেন। কিন্তু তার ফলে জিনিসগুলির ক্ষতি হয়। কিন্তু এই দাগগুলি পরিষ্কার করার জন্য বাড়িতে সহজলভ্য কয়েকটি জিনিস ব্যবহার করা যেতে পারে।
কী কী প্রয়োজন
১) ভিনিগার
২) বেকিং সোডা
৩) একটি বড় আকারের ব্রাশ
পদ্ধতি
১) প্রথমে বেসিন বা কমোডের মধ্যে দু’কাপ সাদা ভিনিগার ঢেলে দিতে হবে।
২) তার মধ্যে এক দু’ চামচ বেকিং সোডা ঢেলে দিলে ফেনা তৈরি হবে। ১০ মিনিট অপেক্ষা করতে হবে।
৩) তার পর একটি বড় ব্রাশ দিয়ে ভাল করে কমোড বা বেসিনটিকে ঘষতে হবে। এক থেকে দু’মিনিট ঘষলেই কড়া দাগ হালকা হয়ে যাবে।
৪) সব শেষে কমোড দু’বার ফ্লাশ করে নেওয়া উচিত। বেসিনের ক্ষেত্রে জল দিয়ে ফেনা ধুয়ে নিলেই দূর হবে দাগ।
অন্য পদ্ধতি
হাইড্রোজেন পারক্সাইড এবং পাতিলেবুর রসও জলের কড়া দাগ পরিষ্কার করতে সাহায্য করে। তবে এ ক্ষেত্রে হাতে দস্তানা পরে পরিষ্কার করা উচিত।