Indoor Plant Care Tips

মরসুম বদলেছে, বাতাসে হিমেল হাওয়া, এমন সময় ঘরের গাছের দেখভালে কোন বদল জরুরি?

শীতে বাড়ির ভিতরে থাকা সাকুল্যান্ট, বাহারি গাছগুলির কী ভাবে যত্ন নেবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ২০:০১
Share:

শীতে ঘরের গাছের যত্ন কী ভাবে নেবেন? ছবি: এআই সহায়তায় প্রণীত।

মরসুম অনুযায়ী মানুষের যেমন খাদ্যাভ্যাসে বদল হয়, জলের তেষ্টা বাড়ে-কমে, গাছের ক্ষেত্রেও তেমন হয়। গরমকালে বাড়ির অন্দরে থাকা গাছগুলির যে ভাবে যত্ন নেন, শীতে তেমনটা করলে চলে না। এই সময় দিন ছোট হয়ে আসে। তা ছাড়া তাপমাত্রাও নেমে যায়, বাতাসে আর্দ্রতা কমে যায়। বদলে যাওয়া মরসুমের জন্য গাছের যত্নেও ছোটখাটো বদল দরকার হয়।

Advertisement

১। অন্দরসজ্জায় ব্যবহৃত অনেক গাছ অল্প যত্নে বেড়ে ওঠে। বেশি আলোর দরকার হয় না। তবে তা বলে একেবারেই সূর্যালোকের প্রয়োজন হয় না, তা কিন্তু নয়। শীতের দিনে তাপমাত্রা অনেকটা নেমে গেলে গাছগুলিকে এমন জানলার সামনে রাখুন বা এমন স্থান বেছে নিন যেখানে তেরছা ভাবে রোদ আসে। একটু বেশি সময় ধরে রোদের দরকার হয় এই সময়।

২। শীতে ঘরের ভিতরের গাছের বৃদ্ধি কমে যায়, জলের প্রয়োজনও কমে। শীতে গাছের পরিচর্যায় বড় ভুলটি হয়ে যায় অতিরিক্ত জল দেওয়া। বেশি জল দিলে গাছের পাতা হলুদ হয়ে ঝরে যেতে পারে। টবের মাটির উপরিভাগ শুকিয়ে গেলে তবেই জল দিন।

Advertisement

৩। শীতের আবহাওয়া শুষ্ক, এই সময় আর্দ্রতার পরিমাণও কমে যায়। যার ফলে ঘরের কম আলোয় বেঁচে থাকা গাছের সমস্যা হতে পারে। ভাল হয়, যদি ঘরের গাছগুলিকে কাছাকাছি রাখা যায়। যেখানে গাছ রাখছেন, সেখানে একটি ট্রে-র মধ্যে একটু জল রেখে দিন। জল বাষ্পীভূত হলে বাতাসের শুষ্ক ভাব, ওই স্থানে কিছুটা কমবে। হিউমিডিফায়ার যন্ত্রও ব্যবহার করা যায়।

৪।গাছের পরিচর্যা করা দরকার ঠিক ভাবে। পাতা হলুদ হয়ে গেলে, কান্ড শুকিয়ে গেলে, পোকা ধরলে গাছের কোনও কোনও অংশ ছেঁটে দেওয়ার দরকার হয়। তা ছাড়া সঠিক কৌশলে গাছ ছাঁটলে বৃদ্ধিও ভাল হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement