washing machine care tips

ওয়াশিং মেশিনে কি বেশি কাপড় ধুতে দিচ্ছেন? ‘ওভারলোডিং’ এর সমস্যা এড়াতে হলে কী করবেন?

ওয়াশিংমেশিনের দীর্ঘস্থায়িত্বের জন্য যেটা সবার আগে মাথায় রাখা দরকার তা হল কাচার সময় এটি ওভারলোড বা জামাকাপড়ে অতিরিক্ত বোঝাই না করা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ১৭:৩০
Share:

ছবি : সংগৃহীত।

ওয়াশিংমেশিনের মতো বৈদ্যুতিন যন্ত্র এ যুগের জীবনযাপনের নিত্যসঙ্গী। আর তা এতটাই জরুরি যে এক দিন কাজ না করলেই থমকে যায় স্বভাবিক জীবন। যে যন্ত্র এমন প্রয়োজনীয়, তার যত্ন নেওয়াও জরুরি। আর ওয়াশিংমেশিনের দীর্ঘস্থায়িত্বের জন্য যেটা সবার আগে মাথায় রাখা দরকার তা হল কাচার সময় এটি ওভারলোড বা জামাকাপড়ে অতিরিক্ত বোঝাই না করা। এ সংক্রান্ত পরামর্শদাতারা প্রায়ই বলে থাকেন, ওয়াশিং মেশিন ভাল রাখতে চাইলে তাতে সব সময় ধারণক্ষমতার চেয়ে কম কাপড় দেওয়া ভাল। কিন্তু বাড়িতে তো আর কাপড় জামা মাপার দাঁড়িপাল্লা থাকে না। মেশিন ওভারলোড হচ্ছে কি না বুঝবেন কী ভাবে? কয়েকটি বিষয় খেয়াল রাখলে সুবিধা হতে পারে।

Advertisement

১. ড্রাম কতখানি ফাঁকা

মেশিনে কাপড় দেওয়ার পর ড্রামের উপরের দিকে অন্তত এক হাত বা এক বিঘত অর্থাঞ প্রায় ৫-৬ ইঞ্চি জায়গা ফাঁকা আছে কি না দেখে নিন। মনে রাখবেন, সব সময় ড্রামের তিন চতুর্থাংশ পূর্ণ করা উচিত।

Advertisement

২. কাপড় ঠিকমতো পরিষ্কার হচ্ছে কি

যদি দেখেন ধোয়ার পর কাপড়ে ডিটারজেন্টের সাদা দাগ লেগে আছে বা কাপড় আগের মতোই নোংরা রয়ে গেছে, তবে বুঝবেন মেশিন ‘ওভারলোড’ হচ্ছে। কারণ, অতিরিক্ত কাপড় থাকলে জল বা সাবান সব জায়গায় পৌঁছাতে পারে না।

৩. কাপড়ে অতিরিক্ত জল

ওয়াশ সাইকেল শেষ হওয়ার পর যদি দেখেন কাপড় থেকে জল চুঁইয়ে পড়ছে বা কাপড় অস্বাভাবিক ভিজে, তবে বুঝতে হবে অতিরিক্ত ওজনের কারণে মেশিনটি ঠিকমতো ‘স্পিন’ না করায় জল শুকোতে পারেনি।

৪. অস্বাভাবিক শব্দ বা ঝাঁকুনি

মেশিন চলার সময় যদি ড্রাম থেকে বিকট শব্দ আসে কিংবা মেশিনটি খুব বেশি কাঁপতে থাকে বা লাফাতে শুরু করে, তবে সেটিও ওভারলোডের কারণে হচ্ছে।

৫. কাপড় ছিঁড়ে যাওয়া বা জট পাকানো

অতিরিক্ত কাপড় থাকলে সেগুলো ড্রামের ভেতরে ঘোরার জায়গা পায় না। ফলে জামা কাপড় পরষ্পরের সঙ্গে জড়িয়ে গিয়ে এবং ঘষা খেয়ে ছিঁড়ে যেতে পারে কিংবা খুব বেশি জট পাকিয়ে যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement