Unshrink a Woolen Sweater

ইস্ত্রির তাপে আলগা হতে পারে উল, তা হলে সোয়েটার কুঁচকে গেলে ঠিক করবেন কী উপায়ে?

কাচার পরে অনেক সময় সোয়েটার কুঁচকে যায়। অন্য জামা ইস্ত্রি করা গেলেও অনেক সময় সোয়েটার বেশি তাপে আয়রন করলে উল নষ্ট হতে পারে, এটি ঢিলেঢালা হয়ে যেতে পারে। তা হলে কোঁচকানো ভাব কাটাবেন কী ভাবে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ২০:৩১
Share:

কাচার পরে কুঁচকে যাওয়া সোয়েটার কী করে আগের অবস্থায় ফেরানো যায়? ছবি: সংগৃহীত।

কাচার পর কুঁচকে যাওয়া জামা মসৃণ করে নেওয়ার সহজ উপায় হল ইস্ত্রি। তাপের সাহায্যে অসমান জামা, সমান করে নেওয়া যায়। কিন্তু সোয়েটার কুঁচকে গেলে? গরম ইস্ত্রি ক্ষতি করতে পারে উলের। নষ্ট হতে পারে সোয়েটারের ঔজ্জ্বল্য।এমনকী বেশি তাপে তা আলগাও হয়ে যেতে পারে। উলের ক্ষতি না করে কুঁচকে যাওয়া সোয়েটার আগের অবস্থায় নিয়ে আসার কয়েকটি কৌশল আছে। জেনে নিন সেগুলি।

Advertisement

১। একটি গামলায় ঘরের তাপমাত্রায় থাকা জল নিয়ে ভাল কোনও তরল সাবান গুলে নিন। উলের সোয়েটার-এর জন্য বিশেষ ভাবে তৈরি সাবানও গুলে নিতে পারেন। সেই জলে সোয়েটার আধ ঘণ্টা ডুবিয়ে রাখুন। এতে উল ভিজে নরম হয়ে যাবে।

২। সাবান গোলা জল থেকে সোয়েটার তুলে সেটি পরিষ্কার জলে ধুয়ে নিন। তবে নিংড়ে জল বার করার চেষ্টাটি ভুলেও করবেন না। বদলে বাড়ির যেখানে হালকা রোদ আসে বা আলো-হাওয়া যথেষ্ট সেখানে একটি পরিষ্কার তোয়ালের উপর সোয়েটারটি বিছিয়ে দিন। তারপর তোয়ালের সঙ্গে সেটি হালকা নিংড়ে নিন এমন ভাবে যাতে কুঁচকে না যায়।

Advertisement

৩। এই ভাবে সোয়েটার শুকিয়ে নিন। কোনও অংশ কুঁচকে থাকলে, তোয়ালের সঙ্গে সেখানে কোনও পিন গেঁথে দিতে পারেন। সেই ভাবে শুকিয়ে গেলে সোয়েটার কুঁচকে থাকবে না।

কুঁচকে যাওয়া এড়ানোর উপায়

১। ওয়াশিং মেশিন বা কাপড় কাচার যন্ত্রে সোয়েটার কাচলেও, ড্রায়ারে দিয়ে না শুকোনোই ভাল। এতে সোয়েটার কুঁচকে যায়।

২। সোয়েটার সব সময় ঠান্ডা জলে মৃদু সাবান দিয়ে ধোয়া দরকার।

৩। সোয়েটার চড়া রোদে শুকোতে না গিয়ে পরিষ্কার মেঝের উপরে তোয়ালে পেতে শুকিয়ে নিন। এতে এর আকার ঠিক থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement