Interior Design

ঘরের সঙ্গে মানিয়ে হোক অন্দরসজ্জা, বিশেষজ্ঞের পরামর্শ ছাড়াও মাথায় রাখুন কয়েকটি টোটকা

অন্দরসজ্জা কেমন হবে, তার জন্য আজকাল অনেকেই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে থাকেন। কিন্তু কেউ কেউ আবার ততটা খরচ করতে পারেন না। তাঁরা কী ভাবে নিজেদের ঘর সাজাবেন?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২ ১৭:১২
Share:

অন্দরের সাজসজ্জা কেমন হবে? ছবি- সংগৃহীত

ঘরের ভিতর কোথায় কী রাখবেন, কোনটা কার সঙ্গে মানাবে, ছোট জায়গায় সামান্য জিনিসে ঘর সাজিয়ে নেওয়ার পরিকল্পনা করতে অনেকেই অন্দরসজ্জা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে থাকেন। কিন্তু সকলের পক্ষে অতিরিক্ত এই খরচ বহন করা সম্ভব হয় না। তাই বলে কি পেশাদার বিশেষজ্ঞদের মতো ঘর সাজানো হবে না?

Advertisement

একেবারে পেশাদারিত্বের ছোঁয়া না থাক, এই কয়েকটি টোটকা মাথায় রাখলে আপনি নিজেও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন ঘর।

ঘর সাজাতে এবং ছোট ঘরকে তুলনামূলক ভাবে বড় দেখাতে কোন কোন বিষয়গুলি মাথায় রাখা জরুরি?

Advertisement

১) ঘর সাজাতে যে কোনও জিনিস কেনার আগে, সেই জিনিসটির মাপ দেখুন। যে জায়গায় রাখবেন, ভাল করে সেখানটি মাপুন। তবেই জিনিস কিনুন। যাতে কেনার পর ঘরে রাখতে আর কোনও সমস্যা না হয়।

২) ঘরের ‘কন্সিল ওয়্যারিং’ হওয়ার আগেই ঠিক করে নিন, কী ধরনের আলো বা স্ট্যান্ড লাগাতে চান। বিভিন্ন লাইটের সেটিং বিভিন্ন রকম হয়। কিছু আলো দেওয়ালের গায়ে আটকানো থাকে। আবার কিছু আলো সিলিং থেকে ঝোলে। তাই আগে থেকে সেই মতো বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা না করলে পরে অসুবিধা হতে পারে।

৩) অনেকেই ঘর সাজানোর জন্য ছোট ছোট মূর্তি বা শোপিস কিনে থাকেন। দেখতে ভাল লাগলেও ঘর সাজানোর ক্ষেত্রে পরিমিতি বোধ থাকা খুব জরুরি। ছোট ঘরে প্রয়োজনের অতিরিক্ত জিনিস দিয়ে সাজাতে গেলে, ঘরের খোলা-মেলা ভাব নষ্ট হবে এবং ঘর দেখতে ছোটও লাগবে।

৪) অনেকেই নোংরা হওয়ার ভয়ে ঘরে গাঢ় রঙের পর্দা ব্যবহার করেন। ঘর ছোট দেখানোর পিছনে এটিও একটি বড় কারণ। চেষ্টা করুন হালকা রঙের পর্দা ব্যবহার করতে।

৫) ঘরের আকার যদি ছোট হয়, সে ক্ষেত্রে রঙের ব্যবহার কেমন হবে, সে দিকেও নজর রাখতে হবে। ঘরের দেওয়ালে খুব গাঢ় রং করলে কিন্তু ঘর ছোট দেখাবেই।

৬) একটি ঘরের মধ্যেই সব জিনিস এনে, সাজিয়ে ফেলবেন না। শোয়ার ঘর, বসার ঘর, বারান্দা বা অন্যান্য ঘরের সঙ্গে মানিয়ে জিনিস রাখুন।

৭) ঘরের মেঝের ক্ষেত্রে রঙিন টাইলস বা কারুকাজ করা টাইলসের বদলে একরঙা বা সাদা টাইলস ব্যবহার করলে, ঘর অনেকটাই বড় দেখাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন