Natural Mosquito Repellent

৩ উপায়: বিষাক্ত ধূপের ধোঁয়া বা রাসায়নিক দেওয়া ক্রিম ছাড়াই মশা দূরে রাখা যায়

বাচ্চাদের ত্বকে রাসায়নিক দেওয়া ‘রেপেলেন্ট’ ক্রিম মাখানোও ভাল নয়। বেশি ক্ষণ মশা তাড়ানোর ধূপ জ্বালানো যাবে না। তা হলে মশার উপদ্রব থেকে কী ভাবে বাঁচবেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৩ ২০:৩৯
Share:

— প্রতীকী চিত্র।

বর্ষার জমা জলে উপদ্রব বাড়ে মশার। শহরে ডেঙ্গি, ম্যালেরিয়া, এনসেফালাইটিসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে দিনে দিনে। রাতে মশারির ভিতর ঘুমোলেও দিনের বেলা মশার ধূপ, ক্রিম, স্প্রে— নানা উপায়ে মশা তাড়ানোর চেষ্টা করা হয়। তার উপর মশার ধূপ বা তরল ওষুধ দীর্ঘ ক্ষণ জ্বালিয়ে রাখাও ভাল নয়। বিশেষ করে যদি ঘরে কোনও বাচ্চা থাকে। বাচ্চাদের ত্বকে রাসায়নিক দেওয়া ‘রেপেলেন্ট’ ক্রিম মাখানোও ভাল নয়। তা হলে কী ভাবে বাঁচা যায় মশার উপদ্রব থেকে? রয়েছে কিছু ঘরোয়া উপায়।

Advertisement

১) সিট্রনেলা অয়েল

ভাল সংস্থার ফিনাইলে অন্যতম একটি উপাদান হল সিট্রনেলা অয়েল। দিনে দুই থেকে তিন বার ঘর মোছার জলে মিশিয়ে নিতে পারেন এই প্রাকৃতিক তেল। আবার গায়ে মাখার ক্রিমেও এই তেল কয়েক ফোঁটা মিশিয়ে মাখা যেতে পারে। শিশুদের ত্বকের জন্যেও তা নিরাপদ।

Advertisement

২) কর্পূর

মশার ধূপ সারা দিন না জ্বালাতে চাইলে ঘরের কোণে কর্পূর রাখতে পারেন। যে টেবিলে বসে সারা দিন কাজ করছেন বা খাটের পাশে রাখা টেবিলে রেখে দিতে পারেন, কিছুটা কাজ দেবে। এখন তো বিদ্যুৎ চালিত ‘বার্নার’ কিনতে পাওয়া যায়। সেখানেও কর্পূর রেখে দিতে পারেন।

৩) ইউক্যালিপটাস অয়েল

প্রচুর মশা তাড়ানোর স্প্রে’র মূল উপাদান লেমন ইউক্যালিপটাস তেল। আমেরিকার ‘সিডিসি’ এটিকে মশার তাড়ানোর অন্যতম উপায় হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই এসেনশিয়াল অয়েল স্প্রে করা যেতে পারে। আবার গায়ে মাখার ক্রিমে কয়েক ফোঁটা এই তেল মিশিয়েও মাখতে পারেন। অনেক ক্ষণ মশা দূরে থাকবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন