Spring Decor Idea

বসন্তের অনুভব আসুক খাবার টেবিলেও, কী ভাবে সামান্য সাজ পাল্টে মেজাজেও বদল আনবেন?

মনে বসন্ত ভাব বজায় রাখতে বাড়ির সাজগোজেও রাখা যেতে পারে রঙিন ঋতুর ছোঁয়া। দিনের শেষে যে খাবার টেবিলে বসে শরীর জুড়োয় সেই জায়গাটিকেই সাজিয়ে তুলুন মনের মতো করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ১৯:৫৯
Share:

ছবি : সংগৃহীত।

ক্যালেন্ডারে বসন্ত এলেও বাইরে এখন থেকেই ঝাঁঝাঁ গরম। বেলা বাড়লেই চড়া রোদ ত্বকে জ্বালা ধরাচ্ছে। ভরা বসন্তে গ্রীষ্মের আঁচ পেতে শুরু করেছেন বঙ্গজরা। শিমুল-পলাশের আগুন রঙা ডালপালার দেখা পেলে মন ভাল হচ্ছে ঠিকই। কিন্তু সে আর কত ক্ষণ! চোখের আড়াল হলেই বসন্ত বিলাপে পর্যবসিত হচ্ছে। মনে বসন্ত ভাব বজায় রাখতে বাড়ির সাজগোজেও রাখা যেতে পারে রঙিন ঋতুর ছোঁয়া। দিনের শেষে যে খাবার টেবিলে বসে শরীর জুড়োয় সেই জায়গাটিকেই সাজিয়ে তুলুন মনের মতো করে।

Advertisement

কী ভাবে সাজাবেন?

১। ফুল: বসন্ত মানেই মনে আসে নানা রঙের ফুল। তাই টেবিলের মধ্যমণি হিসাবে অবশ্যই এক গোছা পছন্দের রঙের ফুল সাজিয়ে দিন। স্বচ্ছ কাচের ফুলদানি কিংবা সেরামিকের পাত্রে সাজিয়ে রাখুন দু’-তিন রঙের ফুল। যা দেখলেই মন ভাল হয়ে যাবে।

Advertisement

২। হালকা রং: খাবার ঘরের সাজের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল টেবিল ক্লথ। বসন্তের সাজে টেবিল ক্লথের রং রাখুন হালকা অথচ মিষ্টি রঙের। হালকা গোলাপি, হালকা পেস্তা, আকাশি, হালকা বেজ রঙের টেবিল ক্লথও দেখাবে ভাল। তার উপরে টেবিল রানার পাততে হলে হালকা ফুলেল নকশা বেছে নিতে পারেন।

৩। সবুজালি: খাবার টেবিলে ফুল রাখার পাশাপাশি খাবার ঘরেও রাখুন সবুজের ছোঁয়া। আইভিলতা, ঘরের ভিতরে রাখার পাতাবাহার গাছ, ইত্যাদি সাজিয়ে রাখুন খাবার ঘরের কোনে।

৪। বাতিদান: রাতের খাওয়াদাওয়াতেই গোটা পরিবারের একসঙ্গে বসে খাওয়ার সুযোগ হয়। সেই সময়ে মোমবাতির উষ্ণ আলো বাড়তি উত্তাপ আনবে। যেকোনও বাতি না জ্বেলে সুন্দর কয়েকটি বাতিদান দিয়ে সাজিয়ে দিতে পারেন টেবিল। কিছু না হলে কাচের গ্লাসে জল ঢেলে তাতে ফুলের পাপড়ি ছড়িয়ে ভাসিয়ে দিতে পারেন ফ্লোটিং ক্যান্ডেল।

৫। ফল: খাবার টেবিল বা খাবার ঘরের কোনও একটি অংশে রঙিন ফল দিয়েও সাজিয়ে দিতে পারেন।

৬। ঘর সাজানোর জিনিস: ঘর সাজানোর জন্য যে সমস্ত জিনিস ব্যবহার করা হয়, তাতে প্রাকৃতিক উপকরণ যেমন কাঠের তৈরি জিনিস, বেতের ঝুড়ি, দড়ি দিয়ে তৈরি দেওয়াল সজ্জা ইত্যাদি রাখতে পারেন।

৭। পর্দা: খাবার ঘরের পর্দা বেছে নেওয়ার সময় হালকা রং অথবা ছোট ছোট ফুল-পাতার ছাপ দেওয়া পর্দা ব্যবহার করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement