Plant Pup Reuse

কিনতে হবে না চারা, লাগবে না বীজ, একটি স্নেকপ্ল্যান্ট থেকে মিলবে একাধিক গাছ

বেড়ে ওঠা একটি স্নেকপ্ল্যান্ট থেকে কী ভাবে পাবেন একাধিক গাছ, জেনে নিন কৌশল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৫ ২১:০৭
Share:

একটি স্নেকপ্ল্যান্ট থেকে হবে অনেক গাছ। জেনে নিন কৌশল। ছবি:ফ্রিপিক।

বাজার থেকে দাম দিয়ে চারা কিনে এনে বড় করছেন। চাইলে কিন্তু গাছ থেকেই পেতে পারেন চারা। এমন অনেক গাছ আছে, যেটির শিকড় বা শাখার বর্ধিত অংশ থেকেও গাছ হয়। অনেক সময় সেগুলি আলাদা ভাবে বোঝা যায় না। কখনও আবার মূল গাছ থেকে তা আলাদা করা যায় না। যেমন স্নেকপ্ল্যান্ট। এই গাছের পরিচর্যার সময় একটু খেয়াল করলেই একটি থেকেই পাওয়া যাবে একাধিক নতুন গাছ।

Advertisement

কী ভাবে বর্ধিত অংশ থেকেই নতুন গাছ মিলবে?

স্নেকপ্ল্যান্ট খুব ভাল ভাবে লক্ষ করলে দেখতে পাবেন কাণ্ড এবং পাতার সংখ্যা অনেক বেড়েছে। সকলেই এটিকে একটি গাছ হিসাবে দেখতে অভ্যস্ত। তবে তা থেকেও নতুন গাছ পাওয়া সম্ভব।

Advertisement

কী ভাবে নতুন টবে বসাবেন?

প্রথমেই বড় গাছটি মাটি আলগা করে তুলতে হবে, তার পর ছুরির সাহায্যে তা থেকে আলাদা ভাবে বেড়ে ওঠা গাছের অংশটি কেটে নিতে হবে। অনেক সময় সেই অংশেও শিকড় তৈরি হয়। সেটি খুব সাবধানে মাটি থেকে বার করতে হবে। সেটিকে অন্য টবে বসিয়ে সঠিক ভাবে যত্নআত্তি করলে বড় হয়ে উঠবে গাছটি। এ ভাবে অতিরিক্ত খরচ না করেও গাছের সংখ্যা বাড়ানো যায়।

তবে গাছ থেকে বেরিয়ে আসা অংশটি যদি হলদেটে হয়ে যায়, তা সেটি বসালে কাজ হবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement