House Plant Care Mistakes

ঘর সাজাতে স্নেকপ্ল্যান্ট কিনেছিলেন, আচমকা গাছের পাতা গুটিয়ে যাচ্ছে? যত্নেই কি ভুল হচ্ছে?

ঘরের কোণ হোক বা কাজের টেবিল সুদৃশ্য টবে স্নেক প্ল্যান্ট সাজিয়ে রাখলে বদলে যায় অন্দরমহলের সৌন্দর্য। কিন্তু হঠাৎ করে গাছের পাতা কুঁচকে যাচ্ছে? কেন এমন হয়?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪২
Share:

স্নেক প্ল্যান্টের পাতা কুঁকড়ে যায় কেন? ছবি:ফ্রিপিক।

সাপের মতো বাহারি পাতার স্নেক প্ল্যান্ট অন্দরসজ্জায় বেশ জনপ্রিয়। ঘরের কোণ হোক বা কাজের টেবিল সুদৃশ্য টবে গাছটি সাজিয়ে রাখলে বদলে যায় অন্দরমহলের সৌন্দর্য। কিন্তু হঠাৎ দেখছেন গাছের পাতা কেমন কুঁকড়ে যাচ্ছে। জল দেন নিয়মিত, আলো-হাওয়া পায় গাছ। বুঝতে পারেছন না কী হচ্ছে?

Advertisement

স্নেক প্ল্যান্টের পাতা কুঁকড়ে যাওয়ার কারণ কী?

১. জল কম বা বেশি হলে গাছের পাতা কুঁকড়ে যেতে পারে। স্নেক প্ল্যান্টের জন্য জল দরকার ঠিকই, তবে মাটিতে ভেজা ভাব থাকলে বা গোড়ায় জল বসলে গাছের ক্ষতি হতে পারে। তাই জল দিতে হবে মেপে। জল কম দিলেও যেমন পাতা গুটিয়ে বা কুঁকড়ে যেতে পারে, তেমন বেশি জল দিলেও গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয়। জল দেওয়ার আগে আঙুল দিয়ে দেখে নিন মাটিতে ভিজে ভাব রয়েছে কি। মাটি শুকিয়ে গেলে জল দিন।

Advertisement

২. গাছে পোকামাকড়ও হানা দেয়। স্পাইডার মাইট গাছে বাসা বাঁধলে পাতা এরকম কুঁকড়ে যেতে পারে। স্পাইডার মাইট এত সূক্ষ্ম যে খালিচোখে চোখে পড়ে না। লক্ষণ দেখে তা বুঝতে হয়। স্পাইডার মাইট হলে সাবান জল বা নিম তেল স্প্রে করতে পারেন।

৩. মাটি থেকেই গাছ জল এবং পুষ্টি পায়। এ জন্য মাঝেমধ্যে মাটি আলগা করে দেওয়ার দরকার হয়। গাছের পাতা কুঁকড়ে গেলে গাছটি নতুন মাটি তৈরি করে তাতে বসিয়ে দিন। মাটির সমস্যা থাকলে এতেই সমাধান হবে। মাটিতে প্রয়োজন মতো সার দেওয়াও জরুরি।

৪. অনেক সময় মাত্রাতিরিক্ত গরমের জন্যেও স্নেক প্ল্যান্টের পাতা কুঁকড়ে যেতে পারে। খুব বেশি ঠান্ডা বা গরম কোনওটাই গাছের জন্য ভাল নয়। ২১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই গাছের জন্য সবচেয়ে ভাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement