Pruning

শীতের বাগান সাজিয়ে তুলতে চান? কেন ঠান্ডা পড়ার আগেই ডালপালা ছাঁটা জরুরি?

শীতের বাগানেও এই ডালপালা ছাঁটা জরুরি। এই সময়ে কিছু গাছ থাকে যেগুলির পাতা ঝরে যায়, শীতে ফুল-ফল হয় না। কিছু গাছে আবার শীতেই ফলন হয়। অক্টোবর বা নভেম্বরে তাই অল্প কাটছাঁট করলে ফলন ভাল হতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ২০:৫১
Share:

শীতের মরসুমের আগে বাগানে গাছের ডালপালা ছাঁটা কেন জরুরি? ছবি: সংগৃহীত।

গাছ বেড়ে উঠছে কিন্তু ফুল-ফল হচ্ছে না ঠিকমতো। উদ্যান পালকেরা বলেন, বৈজ্ঞানিক ভাবে গাছের ডালপালা ছাঁটা জরুরি। না হলে কুঁড়ি এলেও গাছের পুষ্টি অসংখ্য ডালপালায় ছড়িয়ে যায়। ফলে নির্দিষ্ট একটি কাণ্ড বা কুঁড়ি সঠিক পু্ষ্টি পায় না। ঠিক সে কারণে আকারে বৃহৎ ফুল চাইলেও নির্দিষ্ট কৌশলে ডালপালা ছাঁটতে বলা হয়।

Advertisement

শীতের বাগানেও এই ডালপালা ছাঁটা জরুরি। এই সময়ে কিছু গাছ থাকে যেগুলির পাতা ঝরে যায়, শীতে ফুল-ফল হয় না। কিছু গাছে আবার শীতেই ফলন হয়। অক্টোবর বা নভেম্বরে তাই অল্প কাটছাঁট করলে ফলন ভাল হতে পারে।

স্বাস্থ্যকর বৃদ্ধি: গাছের ডালে, পাতায় পোকা ধরতে পারে, কোনও অংশ রোগগ্রস্ত হতে পারে। সেই ডালপালা ছেঁটে দিলে গাছের বৃদ্ধি ভাল হবে। রোগও ছড়াবে না।

Advertisement

ফুলের সংখ্যা বাড়বে: ফুলগাছে পুরনো ডালপালা কেটে দিলে তবেই নতুন শাখাপ্রশাখা গজাবে। নতুন শাখা নতুন কুঁড়ি নিয়ে আসে। এতে ফুলের আকার বড় হয়।

দুর্বল কুঁড়ি বাদ পড়বে: একটি শাখা বা প্রশাখায় অনেক কুঁড়ি এলে দেখা যায়, ফুলগুলি ছোট হচ্ছে। অথচ দুর্বল কুঁড়ি বাদ দিলে গাছ আরও ভাল ভাবে বাড়তে পারবে। ফুল ভাল হবে।

কী ভাবে ছাঁটবেন?

ফুলের গাছ, সময় অনুযায়ী তার পদ্ধতি নির্ভর করবে। গন্ধরাজ, গোলাপ, জবা প্রতিটি গাছের নির্দিষ্ট পদ্ধতি রয়েছে ডালপালা ছাঁটাইয়ের। সাধারণত শুকনো, পুরনো, রোগগ্রস্ত ডাল কেটে দেওয়া হয়। এই সময় এই গাছগুলি খুব ছাঁটাইয়ের প্রয়োজন হয় না।আকার ঠিক রাখার জন্য এবং গাছের স্বাস্থ্য ভাল রাখতে অল্প ছাঁটাই যথেষ্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement