পোষ্য সারমেয় দিনরাত ডেকে চলে? কী ভাবে তাকে শান্ত করবেন? ছবি: ফ্রিপিক।
লোক দেখলেই হল। জোরে জোরে ডাকতে শুরু করে সারমেয়। শান্ত করতে না পেরে কখনও হয়তো ধমকও দেন। কিন্তু আদরের পোষ্যটি যা করে তা কি অস্বাভাবিক?
ডাকই হল কুকুরের অভিব্যক্তি প্রকাশের ভঙ্গিমা। তার ভাষা। রাগ হোক বা ভালবাসার বহিঃপ্রকাশ, কিংবা উদ্বেগ সারমেয় ডেকেই তা বোঝাতে চায়। বিভিন্ন ডাকের বিভিন্ন অর্থ হয়। কিন্তু পোষ্য যদি বেশির ভাগ সময় ডেকেই চলে, তার কী অর্থ? বিষয়টি কি স্বাভাবিক?
নতুন লোক দেখলে, কিংবা ঘরে আরশোলা, ঢিকটিকি ঘুরতে দেখলে সে খানিক ঘেউ ঘেউ করবে, আবার খানিক বাদে চুপ করে যাবে। এটাই হওয়ার কথা। তবে সব সারমেয় যে একই রকম হবে, তা ভাবাটা ঠিক নয়। কোনও কোনও সারমেয় লোকজন দেখলে বা বাড়িতে এলে ডেকেই চলে, থামালেও থামতে চায় না।
ক্রমাগত ডাকতে থাকার নানা অর্থ হতে পারে। সারমেয়র অভিভাবক হিসাবে তা বোঝা জরুরি। ভয় পেলে, আনন্দ হলে, কষ্ট হলে সে ডাকতে থাকে। কুকুর প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক আদনান খান এক সাক্ষাৎকারে বলছেন, আপাতদৃষ্টিতে কোনও কারণ নেই, অখচ কুকুর ক্রমাগত ডেকেই চলেছে, এমন হলে খেয়াল করতে হবে তার শরীর ঠিক আছে কি না। কখনও শারীরিক সম্যায় পড়লে সারমেয় এ ভাবে ডেকে তার কষ্ট বোঝানোর চেষ্টা করতে পারে।
প্রয়োজনে পশুরোগ চিকিৎসকের কাছেও নিয়ে যাওয়া যেতে পারে।তবে কোনও সমস্যা ছাড়াই যদি কুকুর ক্রমাগত ডাকতে থাকে তাহলে তাকে অন্য ভাবে শান্ত করা প্রয়োজন। সকলের সামনে ধমকালে তারও অভিমান হতে পারে। জেদি হয়ে উঠতে পারে।
পোষ্যকে শান্ত করার ৫ পরামর্শ
• নিয়মিত ঘোরাতে নিয়ে গেলে এবং শরীরচর্চা করালে সে শান্ত থাকবে।অনেক সময় বাইরে বেরোতে না পারলে বা সারাদিন কিছু করার না থাকলে সে বিরক্ত হয়ে উঠতে পারে। তা থেকেই ডাকতে শুরু করে।
• শব্দ, নতুন লোকজন, নতুন জিনিস অনেক সময় তার মনে উদ্বেগ তৈরি করে। কুকুর ভয় পায়। নতুন জিনিসের সঙ্গে তাকে ধীরে ধীরে পরিচিত করাতে হবে।
• সারমেয়ও দিনভর সক্রিয় থাকতে চায়। তার সঙ্গে খেলাধুলো করলে, তাকে নানা রকম খেলনা দিয়ে ব্যস্ত রাখলেও অহেতুক ডাকডাকি থামাতে পারে।
• পোষ্যের খাঁচায় তাকে রাখার চেষ্টা করলে বা ফিতে, বকলস দিয়ে বেঁধে রাখলে অনেক সময় সে বিরক্ত হয়। খাঁচায় ঢুকতেও ভয় পেতে পারে সে। সঠিক প্রশিক্ষণ তাকে শান্ত করতে পারে।
• কুকুরের ঘ্রাণশক্তি প্রবল। বাগানের আনাচে কানাচে বা ঘরে জিনিস লুকিয়ে তাকে খুঁজতে বলতে পারেন। এতেও তার শরীর-মস্তিষ্কের ব্যায়াম হবে।