ছবি : সংগৃহীত।
অনেক সময়েই চামড়ার ব্যাগ দীর্ঘ দিন ব্যবহার করার পরে তুলে রাখা হয়। বিশেষ করে নতুন ব্যাগ কেনা হলে দীর্ঘ দিন সেই চামড়ার ব্যাগ বাক্সবন্দি হয়ে পড়ে থাকে। যেহেতু চামড়ার ব্যাগ পুরোপুরি নষ্ট হয়ে যায় না। প্রয়োজনে আবার বার করে ব্যবহার করা যেতে পারে। তবে সমস্যা হতে পারে অন্য জায়গায় দীর্ঘ দিন পড়ে থাকার ফলে চামড়ার ব্যাগে ড্যাম্প লাগতে পারে। অনেক দিন ধরে চামড়ার ব্যাগ পড়ে থাকলে তাতে ড্যাম্প লেগে যাওয়া স্বাভাবিক। তবে চাইলে সহজেই এই সমস্যার সমাধান করা যেতে পারে।
১। প্রথমেই ব্যাগে যদি কোনও পুরনো জিনিস থেকে থাকে, তবে তা বের করে ফেলুন। যদি ব্যাগের ভেতরের আস্তরণ বা লাইনিং খোলা যায়, তাহলে সেটিও খুলে ফেলুন। ভেতরের অংশে যদি ছোট ছোট পকেট থাকে, সেগুলোর ভেতর থেকে ধুলো বা ময়লা ঝেড়ে পরিষ্কার করুন।
২। একটি শুকনো বা হালকা ভেজা কাপড় ব্যবহার করে ব্যাগের ভেতরের অংশ আলতো করে মুছে নিন। তবে মনে রাখবেন, কাপড়টি যেন খুব বেশি ভেজা না থাকে। এরপর ব্যাগটিকে পুরোপুরি শুকিয়ে নিন।
৩। ব্যাগের মধ্যে বা আশেপাশে কিছু সিলিকা জেল প্যাকেট রেখে দিন। এই জেল আর্দ্রতা শুষে নিতে খুব কার্যকর। যদি আপনার কাছে সিলিকা জেল না থাকে, তাহলে একটি পাতলা কাপড়ে কিছু চাল বা পুরোনো খবরের কাগজে মুড়ে ব্যাগের ভেতর রেখে দিতে পারেন। এগুলোও আর্দ্রতা শুষে নিতে সাহায্য করবে।
৪। ব্যাগটিকে কিছুক্ষণের জন্য হালকা রোদে রাখুন, তবে সরাসরি চড়া রোদে রাখবেন না। হালকা রোদে রাখলে ব্যাগটির স্যাঁতসেঁতে ভাব কেটে যাবে। দুর্গন্ধও দূর হবে। কিন্তু চড়া রোদে রাখলে ব্যাগের চামড়া শক্ত হয়ে যেতে পারে। এমনকি, ফেটেও যেতে পারে, তাই সতর্ক হয়ে রোদে দিন।
৫। ব্যাগের চামড়া নরম এবং উজ্জ্বল রাখার জন্য চামড়ার কন্ডিশনার ব্যবহার করতে পারেন। দোকানে খুঁজলে এই ধরনের লেদার কন্ডিশনার পাওয়া যাবে। এটি চামড়ার আর্দ্রতা ফিরিয়ে আনবে এবং ভবিষ্যতে ড্যাম্প লাগার সম্ভাবনা কমিয়ে দেবে। একটি পরিষ্কার কাপড় দিয়ে কন্ডিশনারটি ব্যাগের চামড়ায় লাগিয়ে আলতো করে ঘষে দিন।