আমতা আমতা করেন? জেনে নিন জড়তা কাটানোর উপায়

কথা তো সকলেই বলেন। কিন্তু কোনও জরুরি কথা বলতে গেলেই কেমন যেন জড়তা অনুভব করেন অনেকেই। যুক্তির পর যুক্তি সাজিয়ে কথা বলতে পারলেও মানুষের সামনে উপস্থাপন করতে গিয়ে আর সড়গড় হতে পারেন না বহু মানুষ। ‘আআআ’,‘উমম’-এই ধরনের অহেতুক কিছু শব্দের কারণে নিজের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেন।

Advertisement
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৬ ১২:৪৯
Share:

কথা বলার সময় একটি বাক্য থেকে আরেকটি বাক্যে যাওয়ার সময় অল্প কিছু সময় নিন।<br> কিন্তু ‘আআআ’,‘উমমম’ এই ধরনের শব্দগুলো করবেন না।

কথা তো সকলেই বলেন। কিন্তু কোনও জরুরি কথা বলতে গেলেই কেমন যেন জড়তা অনুভব করেন অনেকেই। যুক্তির পর যুক্তি সাজিয়ে কথা বলতে পারলেও মানুষের সামনে উপস্থাপন করতে গিয়ে আর সড়গড় হতে পারেন না বহু মানুষ। ‘আআআ’,‘উমম’-এই ধরনের অহেতুক কিছু শব্দের কারণে নিজের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেন। কিন্তু সমস্যাটা ঠিক কোথায়? কী করলে আর মানুষের সামনে কথা বলতে গেলে একটুও বিব্রত হতে হবে না। কী করলে কথা বলার আগে জড়তা অনুভব করতে হবে না, জেনে নিন।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন