কিছু দিন হল অফিসে ঢুকেই মুড অফ হয়ে যাচ্ছে তৃষা। তাকে যেনতেন প্রকারেণ ছোট করার চেষ্টা করছে প্রিয়ঙ্কা। তৃষা বুঝতে পারছে প্রিয়ঙ্কা তাকে হিংসে করে, নিজেকে নিয়ে হীনমন্যতায়ও ভোগে। সেটাই পরিণত হয়েছে ঘৃণায়। কিন্তু কিছুতেই প্রিয়ঙ্কার চিন্ত মাথা থেকে দূর করতে পারছে না। জেনে নিন এমনটা হলে কী ভাব পরিণত আচরণে মোকাবিলা করবেন এদের।
আরও পড়ুন: যে ১০ ধরনের খাবারে অ্যালার্জি বিশ্বে সবচেয়ে বেশি দেখা যায়