কডা থেকে কালো পোড়া দাগ তুলবেন কী ভাবে? ছবি: সংগৃহীত।
কড়ার পোড়া দাগ, কালি উঠে যাবে নিমেষে— বিজ্ঞাপনে এমন অনেক চমক থাকলেও বাস্তবে তা হয় না। বরং বেখেয়ালে একবার কড়া বা বাসন পুড়ে কালি হয়ে গেলে সেই দাগ তোলা সব সময়েই ঝক্কি হয়ে ওঠে।
তবে কঠিন কাজও সহজ হতে পারে সঠিক কৌশল জানা থাকলে।শুধু সাবানে যে দাগ ওঠে না তা সহজ হতে পারে হেঁশেলের রকমারি উপাদানে।
১. পুড়ে যাওয়া পাত্রে জল ভরে তাতে বাসন মাজার সাবান মিশিয়ে দিন। গ্যাস অভেন জ্বালিয়ে জল ফুটতে দিন। সাবান জল ফুটলেই পোড়া অংশ আলগা হয়ে যাবে। জল ঠান্ডা হসে বাসন মাজার জালি দিয়ে ঘষে নিন। অনেকটাই সহজ হবে পোড়া দাগ তোলা।
২। কিছুটা হলে পোড়া দাগ তুলতে জাদু করতে পারে বেকিং সোডা।জলে ঘন করে বেকিং সোডা গুলে পুড়ে যাওয়া অংশে পুরু করে লাগিয়ে রাখুন। ২০-৩০ মিনিট রেখে বাসন মাজার সাবান দিয়ে ধুয়ে নিন।
৩। সম পরিমাণ জল এবং সাদা ভিনিগার পোড়া পাত্রে দিয়ে সেটি ফুটিয়ে নিন। জল ঠান্ডা হলে ছড়িয়ে দিন বেকিং সোডা। মিনিট পাঁচেক রেখে বাসন মাজার সাবান ব্যবহার করে মেজে ফেলুন।
৪। নন স্টিকের কড়াই বা পাত্র না হলে নুন ছড়িয়ে পাতিলেবুর রস মিশিয়ে দিন। ১০-১৫ মিনিট রেখে বাসন মাজার জালি দিয়ে ঘষে দিন। সাবান দিয়ে ধুয়ে ফেলুন।
৫। বেশি পুড়ে গেলে গরম জলে পাতিলেবুর রস এবং বেকিং সোডা মিশেয়ে পাত্রটি রাতভর ভিজিয়ে রাখুন। সকালে সাবান দিয়ে ঘষে ধুয়ে নিন।
নিমেষে কোনও দাগই পরিষ্কার না হলেও, এতে পোড়া দাগ তোলা সহজ হবে।