Burn Injuries

মাছের তেল ছিটে এসে হাত পুড়ে গিয়েছে? বরফ না ঘষে কী কী করবেন?

শরীরে পোড়া দাগ কেউই পছন্দ করেন না। আর পোড়ার জ্বালা তো সাঙ্ঘাতিক। জেনে নিন জ্বালা কমানোর কিছু উপায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৪ ১৯:০৫
Share:

তেল ছিটে এসে হাত পুড়লে বা ফোস্কা পড়ে গেলে সঙ্গে সঙ্গে কী করবেন। ছবি: ফ্রিপিক।

রান্না করতে গিয়ে, হঠাৎ গরম জলে পড়ে গিয়ে, ছ্যাঁকা লেগে পুড়ে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটে। বিশেষ করে মাছ ভাজার সময়ে গরম তেল ছিটে এসে হাতে ফোস্কা পড়ে যায়। অনেক পোড়া গভীর ক্ষতও তৈরি করে। শরীরে পোড়া দাগ কেউই পছন্দ করেন না। আর পোড়ার জ্বালা তো সাঙ্ঘাতিক। জেনে নিন জ্বালা কমানোর কিছু উপায়।

Advertisement

১) পুড়ে যাওয়ার পরে অনেকেই হাতে বরফ ঘষতে থাকেন। বরফ না দিয়ে কলের তলায় হাত বা পোড়া জায়গাটা মিনিট কুড়ি মতো ধরে রাখতে হবে।

২) পোড়া জায়গার চামড়ায় যেহেতু ক্ষত তৈরি হয়েছে, তা থেকে কিন্তু সংক্রমণ ছড়াতে পারে। তাই পোড়া জায়গাটা যথাসম্ভব শুকনো রাখার চেষ্টা করতে হবে।

Advertisement

৩) মধু অ্যান্টিসেপটিক হিসেবে অসাধারণ কাজ করে। পুড়ে গেলে সঙ্গে সঙ্গে ক্ষতে মধু লাগান। জ্বালা কমে যাবে।

৪) পোড়া ত্বকের উপর অ্যালো ভেরা জেল লাগালে খুব আরাম পাবেন। পোড়ার দাগও হবে না।

৫) পুড়ে গেলে হাতের কাছে কিছু না থাকলে কলার খোসা চেপে ধরুন হাতে। দেখবেন সঙ্গে সঙ্গে জ্বালা কমে গিয়েছে।

৬) পোড়া জায়গায় ঘন-ঘন জল লাগাবেন না। জলের কাজ করলে ক্ষত জায়গা ঢেকে নিন। পোড়া জায়গায় যাতে ঘষা না লাগে, সে দিকেও খেয়াল রাখতে হবে।

৭) জ্বালাপোড়া কমানোর আরও এক ভাল উপায় হল ক্ষতের উপর পেট্রোলিয়াম জেলি লাগানো। খুব তাড়াতাড়ি জ্বালা কমে যাবে।

৮) পোড়ায় জায়গায় ফোস্কা পড়ে গেলে বা ক্ষতের গভীর দাগ হয়ে গেলে, সেখানে অ্য়ালো ভেরা জেলের সঙ্গে ল্যাভেন্ডার তেল মিশিয়ে লাগিয়ে রাখুন। দিন কয়েক লাগালেই দেখবেন ক্ষতের দাগ মিলিয়ে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement