Salt Toilet Cleaner

কয়েক চিমটে নুন দিয়েই পরিষ্কার হবে কমোড, হেঁশেলের আরও দুই উপকরণ দিয়ে বানিয়ে নিন ক্লিনার

রাসায়নিকযুক্ত ক্লিনারের গন্ধ অনেক সময়ে অসহ্য হয়ে ওঠে। তা ছাড়া দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের ক্ষতির আশঙ্কাও তৈরি করে। কিন্তু নুন দিয়ে রাতারাতি টয়লেটের দাগছোপ তুলে ফেলতে পারেন সহজেই, যা অবশ্যই পরিবেশবান্ধব।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৯
Share:

কমোড পরিষ্কারের ঘরোয়া টোটকা। ছবি: সংগৃহীত।

হেঁশেলে অপরিহার্য বটে। কিন্তু বাড়ির অন্যত্রও ব্যবহার করা যেতে পারে নুনের মতো বহুমুখী উপাদান। রান্নায় স্বাদবৃদ্ধি থেকে বাড়ি পরিষ্কার, সবেতেই কাজে আসতে পারে এক চিমটে নুন। বাথরুমের কমোড পরিষ্কারের জন্য বাজারচলতি নানা রাসায়নিকযুক্ত ক্লিনার ব্যবহার করেন নিশ্চয়ই? কিন্তু তার বদলে যদি নুনই মুখ্য ভূমিকা পালন করে? কারণ, যতই হোক, রাসায়নিকযুক্ত ক্লিনারের গন্ধ অনেক সময়ে অসহ্য হয়ে ওঠে। তা ছাড়া দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের ক্ষতির আশঙ্কাও তৈরি করে। কিন্তু নুন দিয়ে রাতারাতি টয়লেটের দাগছোপ তুলে ফেলতে পারেন সহজেই, যা অবশ্যই পরিবেশবান্ধব।

Advertisement

নুনে রয়েছে শক্তিশালী জীবাণুনাশক গুণ। এটি প্রাকৃতিক স্ক্রাবারের কাজ করে। কমোডের গাঢ় দাগ আলগা করে এবং জীবাণু ধ্বংস করতেও সাহায্য করে। তবে নুনের সঙ্গে বাড়ির আরও কয়েকটি উপকরণ মিশিয়ে ক্লিনার তৈরি করলে তার গুণ আরও খানিক বেড়ে যেতে পারে।

নুন দিয়ে ক্লিনার তৈরি করতে কী কী প্রয়োজন?

Advertisement

১ কাপ নুন

১ কাপ বেকিং সোডা

২–৩ টেবিলচামচ নারকেল তেল

ব্যবহারের উপায় কী?

একটি পাত্রে সব উপকরণ ভাল ভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি কমোডের ভিতরে ও পাশে লাগিয়ে দিন। রাতভর রেখে দিন এমন ভাবেই। টয়লেট ব্যবহার করা যাবে না সে সময়ে। সকালে কিছুটা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন এবং ফ্লাশ করে দিন। এতে টয়লেট যে কেবল ঝকঝকে পরিষ্কার হবে তা-ই নয়, সতেজ গন্ধ ছড়িয়ে পড়বে চারপাশে। রাসায়নিকযুক্ত ক্লিনারের কৃত্রিম গন্ধের তুলনায় এই গন্ধ আরামদায়ক। গাঢ় দাগ ও জীবাণুর বিরুদ্ধে কাজ করবে নুন আর দুর্গন্ধ দূর করবে বেকিং সোডা। মাসে অন্তত এক বার এই পদ্ধতি প্রয়োগ করলে টয়লেট থাকবে পরিষ্কার, জীবাণুমুক্ত ও ঝকঝকে। যদি সুন্দর মনোরম গন্ধের চাহিদা থাকে, তা হলে কয়েক ফোঁটা লেবুর রসও মিশিয়ে নিতে পারেন মিশ্রণে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement