Diljit Dosanjh

‘জ্যাকেটে তরকারির গন্ধ’! বিদেশের ‘দিল’ জেতা দিলজিৎকে বৈষম্যমূলক মন্তব্য শ্বেতাঙ্গ প্রভাবীর

যে ভিডিয়োটি নিয়ে বিতর্ক সেটি শেয়ার করা হয়েছিল এক মাস আগে। তখনও দিলজিতের বিদেশ সফর চলছে। ভিডিয়োতে এক মহিলার উদ্দেশে জ্যাকেট ছুড়ে দিতে দেখা যাচ্ছে দিলজিৎকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১৯:০১
Share:

দিলজিৎ দোসাঞ্জ। —ফাইল চিত্র।

পঞ্জাবী পপ তারকা দিলজিৎ দোসাঞ্জকে লক্ষ্য করে বৈষম্যমূলক মন্তব্য করলেন এক শ্বেতাঙ্গ সমাজ মাধ্যম প্রভাবী।

Advertisement

সম্প্রতি বিদেশের বিভিন্ন শহরে কনসার্ট করে দেশে ফিরেছেন দিলজিৎ। লন্ডন থেকে নিউ ইয়র্ক— সর্বত্রই দিলজিতের গানের অনুষ্ঠানে উপচে পড়েছে ভিড়। তেমনই একটি অনুষ্ঠানের ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছিল। যেখানে দেখা যাচ্ছে দিলজিৎ তাঁর জ্যাকেটটি ছুড়ে দিচ্ছেন এক মহিলা ভক্তের দিকে। সেই ভিডিয়ো নিয়েই মন্তব্য করেছেন ইনস্টাগ্রাম প্রভাবী অ্যান্ড্রু টেট। তিনি লিখেছেন, ‘‘আমি নিশ্চিত ওই জ্যাকেটে ভারতীয় কারির দুর্গন্ধ রয়েছে।’’ অ্যান্ড্রুর ওই মন্তব্যে চটে লাল দিলজিতের ভক্তরা। তাঁরা এ-ও বলেছেন, ‘‘বিদেশে এক ভারতীয়ের এমন সাফল্য মেনে নিতে পারছেন না অনেকেই। এ সব সেই রাগেরই বহিঃপ্রকাশ।’’

যে ভিডিয়োটি নিয়ে বিতর্ক সেটি শেয়ার করা হয়েছিল এক মাস আগে। তখনও দিলজিতের বিদেশ সফর চলছে। ভিডিয়োতে যে মহিলার উদ্দেশে জ্যাকেট ছুড়ে দিতে দেখা যাচ্ছে দিলজিৎকে, তাঁর পাশে তাঁর স্বামীও দাঁড়িয়েছিলেন। দিলজিতের জ্যাকেট স্ত্রীর হাতে আসার পর আবেগে কেঁদে ফেলতে দেখা যায় তাঁকে। ভিডিয়োটি নিয়ে ইতিমধ্যেই নানা জনে নানা মন্তব্য করেছেন। অনেকের এমনও মনে হয়েছে যে, জ্যাকেট পেয়ে কেঁদে ফেলাটা বাড়াবাড়ি। কিন্তু অ্যান্ড্রু সমস্ত সমালোচনাকে ছাড়িয়ে গিয়েছেন। তিনি দিলজিতের ভারতীয়ত্বকেই কটাক্ষ করেছেন।

Advertisement

ভারতীয়েরা মশলাদার খাবার খান। তাদের খাবারে কারি বা নানারকম ঝাল-ঝোলের পরিমাণ থাকে বেশি। সেই নিয়েই মন্তব্য করেছেন অ্যান্ড্রু। যিনি গর্বের সঙ্গে নিজেকে নারীবিদ্বেষী বলে ঘোষণা করেন। এক কালের কিক বক্সার অ্যান্ড্রু এখন সমাজমাধ্যম প্রভাবী। তবে তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলাও চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement