খুব বেশি চুল ঝরছে? আপনি যৌন অক্ষমতার দিকে এগোচ্ছেন না তো?

চিরুনিতে কি আপনার মুঠো মুঠো চুল উঠে আসছে? না কি সারাদিন ধরেই জামার উপরে চুল ঝরছে? তাহলে কিন্তু এখনই সাবধান হোন। বিষয়টাকে এত হালকা ভাবে নেবেন না। এটা কিন্তু সাধারণ চুলের সমস্যা নাও হতে পারে। উল্টে নিজের অজান্তেই আপনি হয়তো এগিয়ে যাচ্ছেন বন্ধ্যাত্বের দিকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৫ ১০:০৭
Share:

চিরুনিতে কি আপনার মুঠো মুঠো চুল উঠে আসছে? না কি সারাদিন ধরেই জামার উপরে চুল ঝরছে? তাহলে কিন্তু এখনই সাবধান হোন। বিষয়টাকে এত হালকা ভাবে নেবেন না। এটা কিন্তু সাধারণ চুলের সমস্যা নাও হতে পারে। উল্টে নিজের অজান্তেই আপনি হয়তো এগিয়ে যাচ্ছেন বন্ধ্যাত্বের দিকে।

Advertisement

কারণটা অবশ্যই পুরুষালী হরমোন টেস্টোস্টেরন। স্পার্ম উৎপন্ন থেকে শুরু করে যৌন উত্তেজনা- ছেলেদের ক্ষেত্রে পুরোটাই নিয়ন্ত্রণ করে এই হরমোন। গবেষণা বলছে, শরীরে এই হরমোনের মাত্রা স্বাভাবিকের থেকে কমে গেলেই অস্বাভাবিক ভাবে চুল উঠতে শুরু করে। তাই বুঝে নিন, অস্বাভাবিক চুল ঝরাটা প্রাইমারি সিগন্যাল। বেশির ভাগ ক্ষেত্রেই ছেলেরা এই সিগন্যাল বুঝতে পারেন না। তাই অহেতুক চুল বাঁচাতে পার্লারে না ছুটে চিকিৎসকের পরামর্শ নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement