Katrina Kaif and Vicky Kaushal's Son Name

অকায়, সারায়া, সিপারার মতো খটোমটো নয়! ছেলের নাম কী রাখলেন ভিকি-ক্যাটরিনা? নামের অর্থই বা কী?

নভেম্বর বাবা-মা হয়েছেন তাঁরা। তবে টানা দু’মাস সন্তানের সম্পর্কে যাবতীয় কিছু গোপন রেখেছিলেন ভিক্যাট। ৭ জানুয়ারি, ঠিক দু’মাস পর তাঁরা ঘোষণা করলেন সন্তানের নাম। কী নাম রাখলেন? তার অর্থ কী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ১৯:০১
Share:

ভিকি-ক্যাটরিনার ছেলের নামের অর্থ কী? ছবি: সংগৃহীত।

বলিউড তারকা দম্পতি ক্যাটরিনা কইফ এবং ভিকি কৌশল আনুষ্ঠানিক ভাবে তাঁদের নবজাত পুত্রসন্তানের নাম প্রকাশ করেছেন। ৭ নভেম্বর বাবা-মা হয়েছেন তাঁরা। তবে টানা দু’মাস সন্তানের সম্পর্কে যাবতীয় কিছু গোপন রেখেছিলেন ভিক্যাট। ৭ জানুয়ারি, ঠিক দু’মাস পর তাঁরা ঘোষণা করলেন সন্তানের নাম। ছেলের নাম রেখেছেন বিহান কৌশল।

Advertisement

ছোট্ট কোমল একটি মুঠোহাত। তাকে ঘিরে রয়েছে বাবা-মায়ের হাত। এই প্রথম সন্তানের ঝলক প্রকাশ করলেন ক্যাটরিনা ও ভিকি। ছবি আর নাম ভাগ করে নিয়ে তাঁরা লিখেছেন, “প্রার্থনায় সাড়া পেয়েছি। জীবন খুব সুন্দর। আমাদের পৃথিবী বদলে গিয়েছে এক মুহূর্তে। কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।”

সম্প্রতি আরবাজ় খান ও সুরা খান তাঁদের মেয়ের নাম রেখেছেন সিপারা। কিয়ারা আডবাণী আর সিদ্ধার্থ কপূর তাঁদের মেয়ের নাম রেখেছেন সারায়া। তারকারা ইদানীং তাঁদের সন্তানদের নাম রাখছেন বেশ খটোমটো। অনুরাগীরা ধরেই নিয়েছিলেন, ভিকি-ক্যাটরিনার ক্ষেত্রেও তা-ই হবে। তবে ছেলের নাম নিয়ে খুব বেশি কারিকুরি করেননি তাঁরা। বিহান নামটি বেশ পরিচিত সকলের কাছে। কী এই নামের অর্থ?

Advertisement

সংস্কৃতে 'বিহান' শব্দের অর্থ হল ভোর বা প্রত্যূষ অথবা সূর্যরশ্মি। ছেলের ছবি ভাগ করে নিয়ে ভিক্যাট তাই লিখেছেন, “আমাদের জীবনের রশ্মি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement