Onion Cleaning Hack

মাত্র ৬০ সেকেন্ডই যথেষ্ট! হেঁশেলের একটি উপাদানেই কাচের নাছোড় দাগ দূর হবে, ঝকঝক করবে জানলা

হেঁশেলেই যে কত প্রকারের ক্লিনার রয়েছে, তার হিসাব নেই। কখনও রসুন, কখনও বা বেকিং সোডা, কখনও লেবু, কখনও আবার নুন— রান্নার নানাবিধ উপকরণের এই তালিকায় নয়া সংযোজন হল পেঁয়াজ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৯
Share:

কাচ পরিষ্কারের কার্যকরী কৌশল। ছবি: সংগৃহীত।

দামি, বাজারজাত রাসায়নিক দিয়ে ঘর ভরানোর প্রয়োজন নেই। হেঁশেলেই যে কত প্রকারের ক্লিনার রয়েছে, তার হিসাব নেই। কখনও রসুন, কখনও বা বেকিং সোডা, কখনও লেবু, কখনও আবার নুন— রান্নার নানাবিধ উপকরণের এই তালিকায় নয়া সংযোজন হল পেঁয়াজ। জানলার কাচ থেকে আবছা ভাব, নাছোড় দাগ দূর করে ফেলতে পারে বলে সুনাম হয়েছে সম্প্রতি পেঁয়াজের।

Advertisement

আসলে পেঁয়াজের রসে থাকা প্রাকৃতিক অ্যাসিড এবং সালফার যৌগ একাধারে ময়লা, জেদি দাগ, এমনকি আঙুলের ছাপও তুলে দিতে পারে। ফলে কাচের দাগ উঠে যাওয়ার পাশাপাশি ধোঁয়া ধোঁয়া বা আবছা হয়ে থাকার সমস্যাও মিটে যায়। ঝকঝকে স্বচ্ছ কাচের সমাধান তাই মিলতে পারে পেঁয়াজেই। ব্যবহারের উপায় জানতে হবে কেবল।

পেঁয়াজ দিয়ে জানলার কাচ পরিষ্কার করুন ছবি: সংগৃহীত।

কী ভাবে পেঁয়াজ দিয়ে জানলার কাচ পরিষ্কার করবেন?

Advertisement

· একটি টাটকা এবং রসালো পেঁয়াজ মাঝখান থেকে কেটে নিন।

· কাটা অংশ সরাসরি কাচের উপর ঘষে দিন।

· ভেজা কাপড় বা পুরনো খবরের কাগজ দিয়ে মুছে ফেলুন।

· শেষে শুকনো তুলো বা মাইক্রোফাইবার কাপড় দিয়ে হালকা ঘষলেই দেখবেন, কাচ নতুনের মতো ঝলমল করছে।

এতে সুবিধা কী কী?

· সময় বাঁচে- কয়েক মুহূর্তের মধ্যে পেঁয়াজ তার জাদু সেরে ফেলতে পারে।

· খরচ বাঁচে– আলাদা ক্লিনার কেনার ঝক্কি নেই।

· পরিবেশবান্ধব– রাসায়নিকের গন্ধ বা ক্ষতির ঝুঁকি নেই।

· নিরাপদ– বাড়িতে শিশু বা পোষ্য থাকলেও নিশ্চিন্তে ব্যবহারযোগ্য।

· একাধিক ব্যবহার– শুধু জানলার কাচ নয়, আয়না, গ্লাস টপ টেবিল, এমনকি গাড়ির কাচও ঝকঝকে হয়ে উঠতে পারে পেঁয়াজের ছোঁয়ায়। তা ছাড়া হেঁশেলে যে পেঁয়াজের প্রয়োজন ফুরাবে না, তা বলা বাহুল্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement