Light Natural Makeup Tips

হালকা ও আরামদায়ক মেকআপই হোক গ্রীষ্মের সাজ, ৫ ধাপেই নজর কাড়ুন সাই পল্লবীর মতো

দক্ষিণী অভিনেত্রীর হালকা সাজই তাঁকে অনন্য করে তোলে। সারা বছরই ন্যূনতম সাজে দেখা দেন তিনি। মেক-আপ তাঁকে আড়াল করতে পারে না কখনওই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ১৪:৩৮
Share:

কী ভাবে সাজবেন সাই পল্লবীর মতো? ছবি: সংগৃহীত।

আর মাত্র কয়েক দিন। তার পরই হাঁসফাঁস করা গরম। চলবে আগামী প্রায় ৩-৪ মাস। আর এই সময়ে শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি। তাই শরীরকে আরাম দিতে হালকা পোশাক, হালকা খাবারের উপরেই জীবনযাপন। এই সময়ে এমনকি ভারী মেকআপও শরীরকে অস্বস্তি দিতে পারে। নিজের আরাম তো বটেই, অন্যেরও চোখ যাতে ধাঁধিয়ে না যায়, তাই হালকা রূপটানই এই সময়ের জন্য উপযোগী।

Advertisement

হালকা রূপটানের সাজ শিখুন সাই পল্লবীর থেকে। দক্ষিণী অভিনেত্রীর হালকা সাজই তাঁকে অনন্য করে তোলে। সারা বছরই ন্যূনতম সাজে দেখা দেন তিনি। মেকআপ তাঁকে আড়াল করতে পারে না কখনওই।

হালকা রূপটানের সাজ শিখুন সাই পল্লবীর থেকে। ছবি: সংগৃহীত।

কী ভাবে সাজবেন সাই পল্লবীর মতো?

Advertisement

আইলাইনার: সাই মানেই চোখের দুই প্রান্তে ছোট্ট ডানা। চেহারায় মিষ্টত্ব আনে এই সাজ। আপনিও করে দেখতে পারেন। আইলাইনার পরার সময়ে চোখের দুই প্রান্তের বাইরে নিয়ে যান তুলি। ছোট্ট ডানার মতো দেখাক দুই পাশ।

ফাউন্ডেশন: ভারী নয়, হালকা ময়েশ্চারাইজ়িং ফাউন্ডেশন দিয়ে মেকআপ করুন এই গরমে। গোটা ত্বকের রঙে সমতা আনতে সাহায্য করবে ফাউন্ডেশন।

ব্লাশ: হালকা গোলাপি রঙের ব্লাশ ব্যবহার করুন গালে। এতে অত্যন্ত গরমেও আপনার ত্বক তরতাজা দেখাবে।

কাজল-মাসকারা: হালকা মেকআপের উপর উজ্জ্বল চোখই নজর কাড়বে সবচেয়ে বেশি। কিন্তু কেবল একটি হালকা টান, তার বেশি মোটা কাজল পরার দরকার নেই। তার পর মাসকারার ক্ষেত্রেও একই নিয়ম মেনে চলুন।

লিপস্টিক: হালকা ন্যুড বা হালকা গোলাপি রঙের লিপস্টিক দিয়ে সাজ সম্পূর্ণ করুন।

অসম্ভব চড়া রোদে শরীরের তাপমাত্রা বৃদ্ধি রোধ করা থেকে অতিরিক্ত ঘাম হওয়া বন্ধ করা, সবেতেই হালকা মেকআপ উপকারী। রূপটান হওয়া উচিত এমনই, যা আপনার নিজস্বতাকে ঢেকে দেবে না এবং শরীরে অস্বস্তি তৈরি করবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement