Smart Gears

চোখ ঢাকুক আধুনিকতায়

স্মার্ট ফোন, স্মার্ট ঘড়ির মতো কিন্তু স্মার্ট চশমাও ব্যবহার করতে পারেন। জেনে নিন তার সুবিধে-অসুবিধে

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ০৭:০২
Share:

ধরুন চোখে চশমা, তাতেই শোনা যাচ্ছে গান। ইচ্ছে মতো উঠছে ছবি-ভিডিয়ো। ম্যাপ দেখতে চাইলেই চোখে ভেসে উঠছে গন্তব্য। কষ্টকল্পনা মনে হচ্ছে? একেবারেই না। বরং এখন এই স্মার্ট চশমা ক্রমশ মন জয় করে নিচ্ছে।

স্মার্ট চশমার খুঁটিনাটি

মূলত ফুল-রিম হয় এই স্মার্ট চশমা। অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে এই চশমা চোখকে সুরক্ষিত করে। অনেক স্মার্ট চশমায় পোলারাইজ়ড লেন্সেরও সুবিধে থাকে, যা চোখকে বাড়তি আরাম দেয়। নির্দিষ্ট মাত্রা পর্যন্ত জল প্রতিরোধ করার সুবিধে রয়েছে। চশমার সঙ্গে নির্দিষ্ট একটি বাক্স দেওয়া হয়। সেই বাক্সে ঢুকিয়ে চশমা চার্জ করা সম্ভব হয়। সাধারণ ইউএসবি কেবলের মাধ্যমে চার্জ করা হয়। ল্যাপটপ বা পাওয়ার ব্যাঙ্কের সাহায্যেও চার্জ করা যায়। চশমা বাক্স থেকে বার করে তার আর্ম দুটো খুললেই পাওয়ার অন হয়। আর্ম বন্ধ করে দিলে নিজে থেকেই পাওয়ার অফ হয়। নীল আলো থেকে চোখের সুরক্ষার জন্য গ্লাসও সঙ্গে দেয় অনেক সংস্থা।

ধরা থাকে মুহূর্তরা

এ চশমায় আলাদা করে ফোন বা ক্যামেরা ব্যবহারের ঝামেলা নেই। চশমার টেম্পল বা আর্মের একেবারে গোড়ার দিকে থাকে ছোট্ট একটা বাটন, যাতে চাপ দিলেই ছবি বা ভিডিয়ো উঠে যায়। চশমা পরে থাকা অবস্থায় ব্যবহারকারী যে দিকে তাকাবেন, সে দিকেরই ছবি উঠে সংরক্ষিত হয়ে যাবে। এই ক্যামেরায় তোলা ছবির গুণগত মানও বেশ ভাল। ভিডিয়োর সঙ্গে অডিয়ো রেকর্ডেরও সুবিধে থাকে। সাধারণত প্রায় ৩২ জিবি বা তার চেয়ে বেশি ইন-বিল্ট মেমরি থাকে এই চশমায়। এ ছাড়াও, এই চশমার সাহায্যে সমাজমাধ্যমে লাইভ স্ট্রিমিং করার সুবিধে থাকে।

অন্যান্য সুযোগ সুবিধে:

  • ব্লুটুথ, ওয়াই-ফাইয়ের সুবিধে রয়েছে। এর সঙ্গে স্মার্টফোন জুড়ে নিলে ফোন করা, মেসেজ, নোটিফিকেশন দেখা সম্ভব হয়।
  • এ চশমার টেম্পল বা আর্মের সঙ্গে থাকে টাচপ্যাড। মোবাইলের মতো সেখানে স্পর্শ করলেই ফোন ধরা, নোটিফিকেশন চেক করা যায়।
  • হেডস আপ ডিসপ্লের সঙ্গে অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তির সুবিধে রয়েছে।
  • হৃদ্‌স্পন্দন, রক্তচাপ, শরীরে অক্সিজেনের পরিমাণ ইত্যাদি নজরে রাখতে পারে। স্টেপ কাউন্ট, ক্যালরি বাড়া-কমা মাপতে পারে। শারীরচর্চার সময়ে এই চশমা সুবিধেজনক।
  • ভয়েস কম্যান্ডের মাধ্যমে এই চশমা কাজ করতে পারে।
  • আবহাওয়া ও ট্রাফিকের খবরও চশমায় মিলবে।
  • ব্লুটুথ হেডফোন বা এয়ারপডের ঝামেলা এড়িয়ে এই চশমাতেই গান শোনা সম্ভব। টেম্পল টিপ ও আর্মে স্পিকার থাকে। এ ক্ষেত্রে কানে কোনও অস্বস্তি হয় না। আশপাশের আওয়াজও কানে আসে। ফলে বিপদের সম্ভাবনা কমে।
  • ট্রান্সলেট ও ট্রান্সক্রিপশনের সুবিধে রয়েছে। এই চশমা প্রায় ১৬৪টি ভাষা অনুবাদ করতে পারে, যার মধ্যে বাংলা, ইংরেজি, হিন্দি, গুজরাতি ইত্যাদিও রয়েছে। ছবি বা ফোন, ভিডিয়ো কলে বলা কথাও অনুবাদ করতে পারে স্মার্ট চশমা। সামনাসামনি কথা বললেও ব্যবহারকারীকে অন্যের কথা সুবিধেজনক ভাষায় অনুবাদ করে দিতে পারে। সে তথ্য ডকুমেন্ট আকারে সংরক্ষিতও রাখে।

দৃষ্টিশক্তির সমস্যা যাঁদের

এ চশমায় পাওয়ার বসাতেও পারেন। আধুনিক সুযোগসুবিধে থাকায় আংশিক বা সম্পূর্ণ দৃষ্টিহীনদের জন্যও স্মার্ট চশমা কার্যকর। এআই-এর সাহায্যে এই চশমা সামনে থাকা যে কোনও জিনিস বা ব্যক্তির পরিচয় ব্যবহারকারীকে জানাতে পারে। হাতে থাকা নোট বা কয়েনের মূল্যও জানান দিতে পারে। ব্যবহারকারীর সুবিধেমতো বিভিন্ন ভাষায় যে কোনও লেখাকে বদলে দিতে পারে। ‘রিড টেক্সট লাউড’ অপশন এ ক্ষেত্রে অতিরিক্ত সুবিধে দেয়। যাঁরা ছবি তুলতে ভালবাসেন, তাঁরা আধুনিক ক্যামেরার সঙ্গেও জুড়ে নিতে পারেন এই চশমা। এতে কোনও বস্তু, কতটা দূরত্বে ঠিক কোন অবস্থানে রয়েছে তার জানান দেবে চশমা। ভয়েস কম্যান্ডের মাধ্যমে ক্যামেরার সেটিংসও সে ক্ষেত্রে বদলানো যায়। তবে চোখের সমস্যায় এ চশমা ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

স্মার্ট লেন্স

চশমার পাশাপাশি এখন স্মার্ট কনট্যাক্ট লেন্সও বাজারে আনার কথা ভাবা হচ্ছে। বেশ কিছু কোম্পানি ইতিমধ্যেই বানিয়েছে এ ধরনের লেন্স। তবে সে লেন্স ব্যবহারে চোখের কোনও ক্ষতি হতে পারে কি না, তা নিয়ে গবেষণা চলছে এখনও।

নানা রকম সুযোগসুবিধে থাকলেও এ চশমা কিন্তু ওজনে বেশ হালকা। চোখে পরার পক্ষে আরামদায়ক। সম্পূর্ণ ব্যাটারি চার্জ করলে প্রায় ছ’-আট ঘণ্টা টানা চলতে পারে। তবে সাধারণ চশমার তুলনায় এর দাম অনেকটাই বেশি। কমবেশি ২৫০০ টাকা থেকে এর দাম শুরু। ব্র্যান্ড অনুযায়ী চশমার দাম ও ফিচারের তারতম্য হয়। তা ছাড়া দীর্ঘক্ষণ এর ব্যবহারে চোখের ক্ষতি হতে পারে। এর ব্যবহারের কিছু নিয়মকানুনও রয়েছে। সাধারণ চশমার মতোই দেখতে এই গ্লাস দিয়ে যেখানে যখন খুশি ছবি, ভিডিয়ো তোলা যায়। এর জেরে বিঘ্নিত হতে পারে অন্যের ব্যক্তিগত নিরাপত্তা। কিছু জায়গায় এ ধরনের চশমা ব্যবহারে তাই কড়াকড়ি, নিষেধাজ্ঞা রয়েছে। স্মার্ট গ্লাস পরা অন্যায় নয়, তবে তার অপব্যবহার করা অন্যায়। সে ক্ষেত্রে তা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন