Make up tips

Make up: উজ্জ্বল গালে চাই রঙিন আভা? বাড়িতেই বানিয়ে ফেলুন নিজের ব্লাশ

অনেকেই ঠিক মতো পাউডার ব্লাশ লাগাতে পারেন না। তাঁরা বাড়িতে ক্রিম ব্লাশ বানিয়ে শুরু করুন মেকআপ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ জুন ২০২১ ১৮:০৭
Share:

প্রতীকী ছবি। ছবি: সংগৃহিত

গালে হালকা রঙের ছোঁওয়া পছন্দ? তাহলে তো ব্লাশ আপনার প্রিয় প্রসাধনী। কিন্তু এটা লাগানো খুব সহজ নয়। বিশেষ করে পাউডার ব্লাশ বেশ জটিল। ঠিক কতটা পরিমাণ লাগালে কতটা গাঢ় হবে চট করে বোঝা যায় না। অনেক বার লাগালে তবে আন্দাজ ঠিক হবে। তবে ক্রিম ব্লাশ ব্যবহার করা তুলনামূলক ভাবে সহজ। তাই শুরু করুন ওটা দিয়েই।

Advertisement

ক্রিম ব্লাশ চট করে আঙুলে নিয়ে লাগাতে পারেন। গালের সঙ্গে মিশিয়ে দেওয়াও সহজ। এবং রঙিন ছোঁওয়ার পাশাপাশি গাল উজ্জ্বলও দেখাবে। তবে ক্রিম ব্লাশ এই মুহূর্তে কেনা নেই? কোনও চিন্তা নেই। চট করে বানিয়ে নিন বাড়িতেই। মাত্র দু’টি উপকরণে কী করে ক্রিম ব্লাশ বানাবেন জেনে নিন।

পদ্ধতি

Advertisement

১। সকলের বাড়িতেই ভ্যাসলিন বা অন্য কোনও পেট্রোলিয়াম জেলি থাকে। ১ টেবিল চামচ ভ্যাসলিন একটি পাত্রে নিয়ে মাইক্রোওয়েভে গলিয়ে নিতে হবে।

২। প্রিয় রঙের আইশ্যা়ডোর খানিকটা তুলে নিন। সেটা পেট্রোলিয়াম জেলির মধ্যে ঢালুন।

৩। ভাল করে মিশিয়ে নিতে হবে যাতে কোনও দানা বেঁধে না থাকে।

৪। যদি মনে হয় রংটা আরেকটু গাঢ় চাই তাহলে সামান্য বেশি আইশ্যাডো মিশিয়ে নিন।

৫। হয়ে গেলে সারা রাত কোনও ঠান্ডা জায়গায় রেখে দিন পাত্রটা। গলানো পেট্রোলিয়াম জেলি কিছুক্ষণের মধ্যেই ফের জমে যাবে।

সকালে উঠে দেখবেন আপনার ক্রিম ব্লাশ তৈরি! ইচ্ছে মতো রঙের বিভিন্ন ব্লাশ এভাবেই তৈরি করতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন