ভারতে আসছে মারুতি সুজুকি ইগনিস, দাম আয়ত্তের মধ্যেই

ভারতে আসতে চলেছে মারুতি সুজুকি ইগনিস। ২০১৫ সালে টোকিও মোটর শো-য়ে আত্মপ্রকাশের পর এ বার লক্ষ্য দিল্লি অটো শো।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৬ ১৭:৪৭
Share:

ভারতে আসতে চলেছে মারুতি সুজুকি ইগনিস। ২০১৫ সালে টোকিও মোটর শো-য়ে আত্মপ্রকাশের পর এ বার লক্ষ্য দিল্লি অটো শো।

Advertisement

১,২৪২ সিসি ডুরাজেট পেট্রোল ইঞ্জিনের সঙ্গে রয়েছে সুজুকির অলগ্রিপ ফোরডব্লিউডি সিস্টেম। ৩,৭০০ মিলি লম্বা, ১,৬৬০ মিলি চওড়া ও ১,৫৯৫ মিলি উচ্চতার গাড়িতে রয়েছে বোতল, সেলফোনের হ্যান্ডি স্টোরেজ।

মোট আটটি রঙের তিনটি শেডে পাওয়া যাবে সুজুকি ইগনিস ট্রেল। রয়েছে দু’টি ইন্টিরিয়র কনসেপ্টও। অল ব্ল্যাক থিম এবং ডুয়াল টোন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিম। এ ছাড়াও অরেঞ্জ ও সিলভার ইন্টিরিয়র অ্যাকসেন্টস ইন্টিরিয়র প্যাকেজ। রয়েছে ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম, ইউএসবি ও ব্লুটুথ কানেকটিভিটি।

Advertisement

তিন লক্ষ থেকে পাঁচ লক্ষের মধ্যেই পাওয়া যাবে সুজুকি ইগনিস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement