Paper Queen

আর এক ‘উরফি জাভেদ’, খবরের কাগজ দিয়ে পোশাক বানান, আবার পরেনও! 

বছর উনিশের এই তরুণী মধ্যপ্রদেশের পান্না জেলার শাহনগরের বাসিন্দা। খবরের কাগজ দিয়ে নানা রকম নকশার পোশাক এবং শাড়ি বানিয়ে তা পরে বাইরে বেরোন। ছোট ছোট রিল তৈরি করেন।

Advertisement

সংবাদ সংস্থা

ভোপাল শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২২ ১৮:১৪
Share:

অপেক্ষা রাই। মধ্যপ্রদেশের ‘পেপার কুইন’।

তাঁর শখ খবরের কাগজের নানা রকমের পোশাক বানানো। শুধু পোশাক বানানোই নয়, সেই পোশাক পরে ছবি শ্যুটও করেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও পোস্ট করেন।

Advertisement

তিনি অপেক্ষা রাই। বছর ঊনিশের এই তরুণী মধ্যপ্রদেশের পান্না জেলার শাহনগরের বাসিন্দা। খবরের কাগজ দিয়ে নানা রকম নকশার পোশাক এবং শাড়ি বানিয়ে তা পরে বাইরে বেরোন। ছোট ছোট রিল তৈরি করেন। নেটমাধ্যমে অপেক্ষা ‘পেপার কুইন’ নামে পরিচিত।

অপেক্ষার এই ধরনের পোশাক আর এক জনের কথা স্মরণ করিয়ে দেয়। তিনি হলেন উরফি জাভেদ। কখনও সেফটিপিন, কখনও পাতা, কখনও স্বচ্ছ পোশাকে তাঁকে রাস্তায় বেরোতে দেখা গিয়েছে। আর তাঁর এই অদ্ভুত পোশাকের জন্য বার বারই নজর কাড়েন উরফি।

Advertisement

কাগজ দিয়ে নানা নকশার পোশাক বানিয়ে অপেক্ষা ভাইরাল তো হয়েইছেন, আর কাগজের পোশাক পরেই নেটাগরিকদের নজর কাড়ছেন মধ্যপ্রদেশের এই তরুণী।

ইনস্টাগ্রামে অপেক্ষার অনুগামীর সংখ্যা এক লক্ষ ৩৩ হাজার। শুধু পোশাক বানানোই নয়, লিপ সিঙ্কিং এবং অভিনয়েও পারদর্শী অপেক্ষা। অপেক্ষারা দুই বোন এক ভাই। তাঁর দাদা পান্নার একটি হাসপাতালে কাজ করেন। তাঁর দিদি নীলম জীববিদ্যা নিয়ে পড়াশোনা করছেন। অপেক্ষাও কলাবিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন