ভারতে এল সাড়ে ১০ কোটির মার্সিডিজ বেন্‌জ গাড়ি

ভারতের বাজারে সবচেয়ে দামি গাড়ি আনল মার্সিডিজ বেন্‌জ। মেব্যাক সিরিজের তৃতীয় গাড়ি এস৬০০ গার্ড। এ বছরে মোট ১২টি নতুন প্রডাক্ট বাজারে আনার পরিকল্পনা রয়েছে মার্সিডিজ বেন্‌জ ইন্ডিয়ার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৬ ১২:১৬
Share:

ভারতের বাজারে সবচেয়ে দামি গাড়ি আনল মার্সিডিজ বেন্‌জ। মেব্যাক সিরিজের তৃতীয় গাড়ি এস৬০০ গার্ড। এ বছরে মোট ১২টি নতুন প্রডাক্ট বাজারে আনার পরিকল্পনা রয়েছে মার্সিডিজ বেন্‌জ ইন্ডিয়ার।

Advertisement

মার্সিডিজ-মেব্যাক এস৬০০ গার্ড ভারতের একমাত্র গাড়ি যাতে রয়েছে ভিআর১০ প্রোটেকশন। অর্থাত্ বুলেটুপ্রুফ হওয়ার পাশাপাশি ব্লাস্ট, রকেট, গ্রেনেড ও আগুনেও অক্ষত থাকবে এই গাড়ি। জানলার কাচে পলিকার্বোনেট কোটিংয়ের সঙ্গে রয়েছে গ্যাস অ্যাটাক প্রোটেকটর।

বাইরে থেকে রেগুলার এক ক্লাস মার্সিডিজ বেনজের মতোই দেখতে হলেও মেব্যাক এস৬০০ গার্ডের বডি তৈরি স্পেশাল ইন্ডিগ্রেটেড স্টিলের সাহায্যে। প্যাক্স টায়ারে ডিজাইন করা হয়েছে গাড়ির চাকা। শূন্য প্রেসারে ঘণ্টায় ৩০ কিলোমিটার বেগে ১৮ মাইল পর্যন্ত ছুটতে পারে এই চাকা। সেলফ হিলিং ফুয়েল ট্যাঙ্ক অতিরিক্ত গরম হয়ে গেলেও আগুন ধরার সম্ভাবনা নেই।

Advertisement

বিশ্বের অন্যতম সুরক্ষতি গাড়়ি মেব্যাক এস৬০০ গার্ডের ওজন ৪.৭ টন। ভারতের বাজারে দাম শুরু সাড়ে ১০ কোটি টাকা থেকে।

আরও পড়ুন: জানেন কি নামার সময় বিমানের আলো কেন নেভানো হয়?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement